অনলাইন ডেস্ক
জাপানের বুলেট ট্রেনের জন্য কোনো গন্তব্যে দেরিতে পৌঁছানো বা নির্দিষ্ট সময়ের পরে ছেড়ে যাওয়া খুব অস্বাভাবিক এক ব্যাপার। তেমনি সময়ের আগে ছেড়ে যাওয়ার ঘটনাও নেই বললেই চলে। অর্থাৎ সময় মেনে চলায় এর জুড়ি মেল ভার। কিন্তু দ্রুতগতিসম্পন্ন এই ট্রেনের পাক্কা ১৭ মিনিট দেরির এক ঘটনা ঘটেছে। ঘটনার জন্য দায়ী ছোট্ট এক সাপ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত মঙ্গলবার, একজন যাত্রী ট্রেনের নিরাপত্তাকর্মীদের জানান ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি সাপ দেখা গেছে নাগোয়া থেকে ছেড়ে আসা ট্রেনটির এক বগিতে। ওই ট্রেনটির গন্তব্য ছিল ওসাকা। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনটির যাত্রা স্থগিত করা হয়। অপর একটি ট্রেনের ব্যবস্থা করা হয় ওই রুটে। সেটা পরে ছেড়ে যায় ওসাকার দিকে। আর এতেই ঘটে ১৭ মিনিটের বিলম্ব।
হয়তো অন্য অনেক রেলওয়ের সেবার কথা বিবেচনা করলে দেরিটা খুব সামান্যই। তবে জাপানের বুলেট ট্রেনের সময় মেনে চলার কথা চিন্তা করলে এটাও অনেক বড় ঘটনা।
তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার বা সাপ কাউকে ছোবল দেওয়ার খবর পাওয়া যায়নি। যদিও দেরি কারণে ৬০০-র বেশি যাত্রীকে ভুগতে হয়।
সাপটি কোন প্রজাতির তা জানা যায়নি। তেমনি এটি বিষধর ছিল কি না, তা-ও জানা সম্ভব হয়নি। তবে রেল কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে সাপটি কীভাবে ট্রেনে চড়ে বসল তা জানতে তদন্ত হচ্ছে।
জাপানে শিনকানসেন নামে পরিচিত বুলেট ট্রেনের নিখুঁত সেবার পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) পর্যন্ত গতিতে চলার জন্য নাম আছে। জাপানের যাত্রীদের কাছে তাই এটি নির্ভরতার এক প্রতীক।
জাপান রেলওয়ে জানিয়েছে, ১৯৬৪ সালে প্রথম চালু হওয়া শিনকানসেন নেটওয়ার্ক কখনো এমন দুর্ঘটনার শিকার হয়নি—যার ফলে কোনো যাত্রী নিহত বা আহত হন।
তবে ২০১৮ সালে শিনকানসেনে একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তারপর বুলেট ট্রেনে ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হয়।
জাপানের বুলেট ট্রেনের জন্য কোনো গন্তব্যে দেরিতে পৌঁছানো বা নির্দিষ্ট সময়ের পরে ছেড়ে যাওয়া খুব অস্বাভাবিক এক ব্যাপার। তেমনি সময়ের আগে ছেড়ে যাওয়ার ঘটনাও নেই বললেই চলে। অর্থাৎ সময় মেনে চলায় এর জুড়ি মেল ভার। কিন্তু দ্রুতগতিসম্পন্ন এই ট্রেনের পাক্কা ১৭ মিনিট দেরির এক ঘটনা ঘটেছে। ঘটনার জন্য দায়ী ছোট্ট এক সাপ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত মঙ্গলবার, একজন যাত্রী ট্রেনের নিরাপত্তাকর্মীদের জানান ১৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি সাপ দেখা গেছে নাগোয়া থেকে ছেড়ে আসা ট্রেনটির এক বগিতে। ওই ট্রেনটির গন্তব্য ছিল ওসাকা। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনটির যাত্রা স্থগিত করা হয়। অপর একটি ট্রেনের ব্যবস্থা করা হয় ওই রুটে। সেটা পরে ছেড়ে যায় ওসাকার দিকে। আর এতেই ঘটে ১৭ মিনিটের বিলম্ব।
হয়তো অন্য অনেক রেলওয়ের সেবার কথা বিবেচনা করলে দেরিটা খুব সামান্যই। তবে জাপানের বুলেট ট্রেনের সময় মেনে চলার কথা চিন্তা করলে এটাও অনেক বড় ঘটনা।
তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার বা সাপ কাউকে ছোবল দেওয়ার খবর পাওয়া যায়নি। যদিও দেরি কারণে ৬০০-র বেশি যাত্রীকে ভুগতে হয়।
সাপটি কোন প্রজাতির তা জানা যায়নি। তেমনি এটি বিষধর ছিল কি না, তা-ও জানা সম্ভব হয়নি। তবে রেল কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে সাপটি কীভাবে ট্রেনে চড়ে বসল তা জানতে তদন্ত হচ্ছে।
জাপানে শিনকানসেন নামে পরিচিত বুলেট ট্রেনের নিখুঁত সেবার পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) পর্যন্ত গতিতে চলার জন্য নাম আছে। জাপানের যাত্রীদের কাছে তাই এটি নির্ভরতার এক প্রতীক।
জাপান রেলওয়ে জানিয়েছে, ১৯৬৪ সালে প্রথম চালু হওয়া শিনকানসেন নেটওয়ার্ক কখনো এমন দুর্ঘটনার শিকার হয়নি—যার ফলে কোনো যাত্রী নিহত বা আহত হন।
তবে ২০১৮ সালে শিনকানসেনে একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তারপর বুলেট ট্রেনে ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হয়।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে