Ajker Patrika

মাংসের চেয়ে দামি পেঁয়াজ!

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯: ২৮
মাংসের চেয়ে দামি পেঁয়াজ!

স্বাদ বাড়াতে মাংস রান্নায় মসলা হিসেবে ব্যবহার করা হয় পেঁয়াজ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সেই পেঁয়াজের দামই এখন মাংসের চেয়ে বেশি। রাস্তায় বের হলেই বেশির ভাগ রেস্তোরাঁর সামনে এই লেখা চোখে পড়বে, ‘নো অনিয়ন টপিং’। অর্থাৎ এই রেস্তোরাঁয় পেঁয়াজ ব্যবহার করে কোনো খাবার সাজানো হয় না। দেশটিতে পেঁয়াজ এত দামি হয়ে উঠেছে, একটি বিয়েতে কনের হাতে ফুলের বদলে শোভা পায় ‘বিলাসী’ এ পণ্য।

কর্তৃপক্ষের পরিসংখ্যান থেকে জানা যায়, গত মাসে ফিলিপাইনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়েছিল প্রায় ৭০০ পেসো (স্থানীয় মুদ্রা) বা ১৩ ডলারের কাছাকাছি। প্রতিদিন দেশটিতে একজন ব্যক্তি গড়ে যে অর্থ আয় করেন, তার চেয়ে বেশি দামে বিক্রি হয় এক কেজি পেঁয়াজ।

গত কয়েক সপ্তাহে দাম কিছুটা কমলেও এখনো অনেক ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে।

বিবিসি বলছে, গত বছর ফিলিপাইনে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর জেরে বিভিন্ন খাদ্যশস্য থেকে শুরু করে জ্বালানির দাম বেড়ে যায় অনেক গুণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত