আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় দিনটি। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। ঈদ উৎসবে টিভিতে প্রচারের পর গতকাল হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি।
‘বাবা’ শব্দটি শুনলেই মনে পড়ে যায় একজন ছায়ার মতো মানুষের কথা। যিনি সারা জীবন পরিবারকে আগলে রাখেন নিঃশব্দে, কখনো ভালোবাসার কথা মুখ ফুটে বলেন না, আবার স্নেহের চাদরও খোলাখুলিভাবে মেলে ধরেন না। তবু তিনি থাকেন—প্রতিটি দায়িত্বে, প্রতিটি শূন্যতায়, প্রতিটি অনিশ্চয়তায়।
ভালোবাসা সব সময় শব্দ চায় না; বিশেষ করে সেই ভালোবাসা, যা এক নীরব আত্মত্যাগে প্রতিদিন গড়ে তোলে আমাদের স্বপ্ন, সাহস আর সাফল্যের ভিত্তি। তিনি আমাদের চোখে কখনো কাঁদেন না, ক্লান্তিও দেখান না, কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে তাঁর নিরলস প্রেরণা। তিনি আমাদের বাবা।
প্রকৃতিতে তোমরা গম্ভীর বলে আমাদের যেমন কিছু বলো না, সেই গাম্ভীর্যের দেয়াল ভাঙতে না পেরে আমরা পালিয়ে পালিয়ে থাকি। তাই এখানেই থাক আমাদের কথা। তোমরা বুঝে নিয়ো।