আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এটিই সত্য যে বাবাকে কখনো বলা হয় না, আমরা তাঁদের ভালোবাসি। বাবাকে নিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখেছেন তাঁদের আবেগের কথা।
বাবারা ঝিনুকের মতো
বাবারা খারাপ হতে পারেন না। বাবাদের কোনো চাহিদা থাকে না। তাঁদের স্বপ্ন, তাঁদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। বাবারা ঝিনুকের মতো। কঠিন, গম্ভীর খোলসের আবরণে ভেতরে নরম অচেনা মানুষ। সন্তানেরা এই গুরুগম্ভীর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে।
নিশু আক্তার, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
হয়নি বলা, বাবা তোমায় ভালোবাসি
ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবা শব্দটির মধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ।
বাবাকে সব সময় সত্যিকারের হিরো হিসেবেই পেয়েছি। ভালোবাসা, শাসন-বারণ আর যত্নের মধ্যে কখন যে জীবনের ২১টি বছর পার করেছি, তা বুঝতেই পারিনি। এখনো বাবার কাছে সেই ছোট্ট শিশুটি আমি। জীবনসংসারের মায়াজালে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে অজানা গন্তব্যে সংসার নামে সদস্যদের শান্তির বার্তাবাহক বাবা।
বাবারা সাধারণত সুপার হিরো। ঝামেলা-ঝঞ্ঝাটে যখন জীবন বিষময়, তখন বাবা হাজির হন সুপার হিরো হিসেবে। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আমার দিক থেকে, তখন আমার সুপার হিরো চট করে সব সমস্যার সমাধান দেন। সে জন্যই ভালোবাসি বাবা।
নিশাত তাসনিম সুপ্তি, শিক্ষার্থী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভালো থাকুন সব বাবা
আজ বিশ্ব বাবা দিবস। প্রচণ্ড মিস করছি বাবাকে। ভালো থাকুন সব বাবা, যাঁরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে স্বপ্ন দেখতে শেখান। আমার কৃষক পরিবারে জন্ম হওয়ার সূত্রে খুব কাছ থেকে দেখেছি, কীভাবে একজন কৃষক বাবা তাঁর রক্ত পানি করে গড়ে তোলেন প্রিয় সন্তানকে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ
আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এটিই সত্য যে বাবাকে কখনো বলা হয় না, আমরা তাঁদের ভালোবাসি। বাবাকে নিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখেছেন তাঁদের আবেগের কথা।
বাবারা ঝিনুকের মতো
বাবারা খারাপ হতে পারেন না। বাবাদের কোনো চাহিদা থাকে না। তাঁদের স্বপ্ন, তাঁদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। বাবারা ঝিনুকের মতো। কঠিন, গম্ভীর খোলসের আবরণে ভেতরে নরম অচেনা মানুষ। সন্তানেরা এই গুরুগম্ভীর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে।
নিশু আক্তার, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
হয়নি বলা, বাবা তোমায় ভালোবাসি
ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবা শব্দটির মধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ।
বাবাকে সব সময় সত্যিকারের হিরো হিসেবেই পেয়েছি। ভালোবাসা, শাসন-বারণ আর যত্নের মধ্যে কখন যে জীবনের ২১টি বছর পার করেছি, তা বুঝতেই পারিনি। এখনো বাবার কাছে সেই ছোট্ট শিশুটি আমি। জীবনসংসারের মায়াজালে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে অজানা গন্তব্যে সংসার নামে সদস্যদের শান্তির বার্তাবাহক বাবা।
বাবারা সাধারণত সুপার হিরো। ঝামেলা-ঝঞ্ঝাটে যখন জীবন বিষময়, তখন বাবা হাজির হন সুপার হিরো হিসেবে। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আমার দিক থেকে, তখন আমার সুপার হিরো চট করে সব সমস্যার সমাধান দেন। সে জন্যই ভালোবাসি বাবা।
নিশাত তাসনিম সুপ্তি, শিক্ষার্থী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভালো থাকুন সব বাবা
আজ বিশ্ব বাবা দিবস। প্রচণ্ড মিস করছি বাবাকে। ভালো থাকুন সব বাবা, যাঁরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে স্বপ্ন দেখতে শেখান। আমার কৃষক পরিবারে জন্ম হওয়ার সূত্রে খুব কাছ থেকে দেখেছি, কীভাবে একজন কৃষক বাবা তাঁর রক্ত পানি করে গড়ে তোলেন প্রিয় সন্তানকে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ
অনেকে দু-এক দিন পরপর অফিসে শাড়ি পরে যান। আর বিশেষ দিনগুলোয় পরার জন্য শাড়িপ্রেমীরা যেন একটু বেশিই সচেতন থাকেন। যদি এই ভরা গ্রীষ্মে অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতেই হয়, তাহলে গ্রীষ্মের সঙ্গে মানায় এমন শাড়িই বেছে নিন। শাড়িতে নতুন কিছু একটা রাখুন, যাকে এখন আমরা বলি ভ্যালু অ্যাড করা। এই নতুনত্ব বা ভ্যালু
১ দিন আগেশেষের কবিতায় রবীন্দ্রনাথ কেতকী, মানে কেটি মিত্রকে নিয়ে বলেছেন, ‘জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ, প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল।’ আর পরবর্তী বয়সে? সেই সরল ঠোঁটকে খানিকটা অতিরঞ্জিত করতেই বাড়তি প্রসাধন ব্যবহার করত সে। কোমর ছাড়িয়ে যাওয়া চুলে সে চালিয়ে দিয়েছিল কাঁচি..
৩ দিন আগেঅফিসে কাজের চাপ থাকবেই। তবে মাঝে মাঝে কাজের চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আর পরবর্তী সময়ে তা হয়ে দাঁড়ায় মানসিক চাপের কারণ। কিন্তু রোজ যে কাজগুলো করতেই হবে, সেগুলো নিয়ে মানসিক চাপে থাকলে নিজের ভালো থাকাটাও কঠিন হয়ে পড়ে। তাই কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকতে কয়েকটা উপায় যদি অবলম্বন করা হয়...
৩ দিন আগেবৈশাখের তপ্ত দিনে ঠাকুরবাড়ির হেঁশেলঘরে কী রান্না হতো? প্রশ্নটা রবীন্দ্রপ্রেমীদের মনে জাগতেই পারে। ঠাকুরবাড়ির সদস্যরা রোদের প্রকোপ থেকে বাঁচতে ত্বকের যেভাবে যত্ন নিতেন, তা থেকে ধারণা করা যায়, তাঁরা এই সময়ে খাওয়াদাওয়ার ব্যাপারেও ছিলেন সচেতন। পঁচিশে বৈশাখ উপলক্ষে থাকছে ‘ঠাকুরবাড়ির রান্না...
৩ দিন আগে