Ajker Patrika

বাবাদের জন্য ভালোবাসা

আপডেট : ১৮ জুন ২০২৩, ১০: ০১
বাবাদের জন্য ভালোবাসা

আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এটিই সত্য যে বাবাকে কখনো বলা হয় না, আমরা তাঁদের ভালোবাসি। বাবাকে নিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখেছেন তাঁদের আবেগের কথা।

নিশু আক্তারবাবারা ঝিনুকের মতো
বাবারা খারাপ হতে পারেন না। বাবাদের কোনো চাহিদা থাকে না। তাঁদের স্বপ্ন, তাঁদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। বাবারা ঝিনুকের মতো। কঠিন, গম্ভীর খোলসের আবরণে ভেতরে নরম অচেনা মানুষ। সন্তানেরা এই গুরুগম্ভীর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে।

নিশু আক্তার, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

নিশাত তাসনিম সুপ্তিহয়নি বলা, বাবা তোমায় ভালোবাসি
ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবা শব্দটির মধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ।

বাবাকে সব সময় সত্যিকারের হিরো হিসেবেই পেয়েছি। ভালোবাসা, শাসন-বারণ আর যত্নের মধ্যে কখন যে জীবনের ২১টি বছর পার করেছি, তা বুঝতেই পারিনি। এখনো বাবার কাছে সেই ছোট্ট শিশুটি আমি। জীবনসংসারের মায়াজালে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে অজানা গন্তব্যে সংসার নামে সদস্যদের শান্তির বার্তাবাহক বাবা।

বাবারা সাধারণত সুপার হিরো। ঝামেলা-ঝঞ্ঝাটে যখন জীবন বিষময়, তখন বাবা হাজির হন সুপার হিরো হিসেবে। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আমার দিক থেকে, তখন আমার সুপার হিরো চট করে সব সমস্যার সমাধান দেন। সে জন্যই ভালোবাসি বাবা।

নিশাত তাসনিম সুপ্তি, শিক্ষার্থী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মো. মনিরুল ইসলামভালো থাকুন সব বাবা
আজ বিশ্ব বাবা দিবস। প্রচণ্ড মিস করছি বাবাকে। ভালো থাকুন সব বাবা, যাঁরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে স্বপ্ন দেখতে শেখান। আমার কৃষক পরিবারে জন্ম হওয়ার সূত্রে খুব কাছ থেকে দেখেছি, কীভাবে একজন কৃষক বাবা তাঁর রক্ত পানি করে গড়ে তোলেন প্রিয় সন্তানকে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।

মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত