Ajker Patrika

বাবাহীন পৃথিবী সন্তানের জন্য অন্ধকার ও বিবর্ণ: চঞ্চল চৌধুরী

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৯: ৩৫
বাবাহীন পৃথিবী সন্তানের জন্য অন্ধকার ও বিবর্ণ: চঞ্চল চৌধুরী

প্রতিবছর জুনের তৃতীয় রোববার পুরো বিশ্বে পালিত হয় ‘বাবা দিবস।’ আর তাই পুরো বিশ্বেই বাবাদের নিয়ে দিনটি বিশেষভাবে উদ্‌যাপন করেন সন্তানেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা দিবসে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন শোবিজের তারকারা। গত বছরের শেষে বাবা হারানো জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে তাঁর বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। তাঁর মতে, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার ও বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে।’

চঞ্চল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ… যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।’

চঞ্চল আরও লিখেছেন, ‘সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনো সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন… এই প্রার্থনা। সকল বাবার প্রতি শ্রদ্ধা।’

উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা থাকার পর গত বছরের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ মারা যান চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত