Ajker Patrika

বাবাদের উৎসর্গ করে ‘বাবার ছায়া’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৯: ৩৬
‘বাবার ছায়া’ নাটকের দৃশ্য তারিক আনাম খান ও আইশা খান। ছবি: সংগৃহীত
‘বাবার ছায়া’ নাটকের দৃশ্য তারিক আনাম খান ও আইশা খান। ছবি: সংগৃহীত

আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় দিনটি। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। ঈদ উৎসবে টিভিতে প্রচারের পর গতকাল হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি।

বাবার ছায়া নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তাঁর স্ত্রীর চরিত্রে মনিরা মিঠু আর মেয়ের চরিত্রে আছেন আইশা খান। গল্পে দেখা যাবে, বয়স হয়ে গেলেও স্ত্রী ও সন্তানের জন্য এখনো নিরাপত্তারক্ষীর কাজ করে বাবা। নিজের শরীরের দিকে না চেয়ে কীভাবে তার পরিবারের সদস্যরা ভালো থাকবে, এ নিয়েই বেশি চিন্তা তার। এ কাজ করতে গিয়ে একদিন বিপদের মুখে পড়ে চরিত্রটি। বাবার ছায়া নাটকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জয়রাজ, মুকুল সিরাজ প্রমুখ। কাব্য হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

বাবার ছায়া নাটক নিয়ে নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘সবার জীবনে মা হলো অনন্য। বাবার পরিশ্রমকেও কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। বাবা শব্দের মানে বিশ্বস্ততার হাত, বটবৃক্ষ, শ্রদ্ধার ব্যক্তিত্ব। শত কষ্ট হলেও তাঁরা নিজের কষ্ট প্রকাশ করতে চান না। সারা জীবন তাঁরা পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে যান। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে বাবার ছায়া। এই নাটকের মাধ্যমে বাবাদের সেই ত্যাগের কথাই তুলে ধরার চেষ্টা করেছি।’

নির্মাতা আরও বলেন, ‘টেলিভিশনে প্রচারের পর থেকেই অনেকে ফোন করে নিজেদের ভালো লাগার কথা প্রকাশ করছেন। ইউটিউবে প্রকাশের পরও অনেকে নানা মন্তব্য করছেন। গল্পের সঙ্গে দর্শক নিজেদের কানেক্ট করতে পারছেন। এ নাটকের অনেক দৃশ্য দর্শককে নিজের বাবার কথা মনে করিয়ে দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ