ফেসবুক, ইমো, টেলিগ্রামে এরা কী সার্ভিস দেয়
সেদিন পরিচিত এক বড় বোন হোয়াটসঅ্যাপে একটা রিলসের লিংক দিয়ে বললেন, ‘তুমি কি পুলিশকে ইনফর্ম করতে পারো প্লিজ?’ লিংকে ক্লিক করে দেখি, বেশ বড় গলার ব্লাউজ ও লাল শাড়ি পরে জমকালো সেজেগুজে এক নারী বিজ্ঞাপন দিচ্ছেন। সাবলীলভাবে বলে যাচ্ছেন, ‘আমাদের কাছে অনেক ভালো ভালো কালেকশন আছে। আমি কোনো মিথ্য়ে কথা বলি না।