অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো—গ্রুপ চ্যাটের ‘অনলাইন’ ইন্ডিকেটর। এই ফিচারের মাধ্যমে সহজেই জানা যাবে কোন গ্রুপ সদস্য বর্তমানে অনলাইনে আছেন। সেই সঙ্গে কাস্টম নোটিফিকেশন অপশন রয়েছে। ব্যবহারকারীরা চাইলে এখন থেকে সব ধরনের বার্তার নোটিফিকেশন পেতে পারেন কিংবা কেবল তখনই নোটিফিকেশন পাবেন, যখন কেউ তাঁকে মেনশন করবে বা তাঁর বার্তার জবাব দেবে।
এ ছাড়া, ব্যক্তিগত চ্যাটে এখন থেকে ইভেন্ট অ্যাটাচ করার সুবিধা চালু করা হয়েছে।
আইফোন ব্যবহারকারীরা এখন চাইলে হোয়াটসঅ্যাপকে ডিফল্ট কল ও মেসেজ অ্যাপ হিসেবেও সেট করতে পারবেন। অন্য একটি ফিচারের মাধ্যমে এখন আইফোন ব্যবহারকারীরা ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন। এই সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে অ্যাটাচমেন্ট অপশন থেকে ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশন নির্বাচন করতে হবে এবং এরপর ধাপে ধাপে ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সংরক্ষণ করা যাবে।
এ ছাড়া ভিডিও কলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। পিঞ্চ করে জুম ইন-আউট করার সুবিধা, কল চলাকালে চ্যাট থেকে সরাসরি নতুন কাউকে যুক্ত করার অপশন এবং ভালো নেটওয়ার্ক খুঁজে নেওয়ার জন্য উন্নত ভিডিও কল রাউটিং সিস্টেম—সবই যুক্ত হয়েছে নতুন আপডেটে। কল রাউটিং সিস্টেমের ফলে ভিডিও কল এখন আরও নির্ভরযোগ্য এবং উচ্চমানের হবে। কল ড্রপ বা ভিডিও ফ্রিজ হওয়ার সমস্যা অনেকটাই কমবে।
অ্যাপটির উন্নত ব্যান্ডউইথ শনাক্তকরণ প্রযুক্তি এখন ইন্টারনেটের গতি বুঝে আরও বেশি এইচডি মানের ভিডিও কল করার সুযোগ দেবে।
এখন থেকে চ্যানেল অ্যাডমিনরা ব্যবহার করতে পারবেন ভিডিও নোটস ও ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার। তারা এখন নিজেদের চ্যানেলের প্রচারণার জন্য বিশেষ কিউআরকোড শেয়ার করতে পারবেন, যা সরাসরি চ্যানেলের লিংকে নিয়ে যাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো—চ্যানেল থেকে পাঠানো ভয়েস মেসেজের একটি লিখিত সারাংশ এখন পাওয়া যাবে। ফলে আপনি যদি চলাফেরার মধ্যে থাকেন বা আলাদা করে প্রতিটি মেসেজ শোনার সময় না থাকে, তাহলে সারাংশ পড়েই আপডেট বুঝে নিতে পারবেন।
আপনার ডিভাইসে এখনো এসব ফিচার দেখা না গেলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো—গ্রুপ চ্যাটের ‘অনলাইন’ ইন্ডিকেটর। এই ফিচারের মাধ্যমে সহজেই জানা যাবে কোন গ্রুপ সদস্য বর্তমানে অনলাইনে আছেন। সেই সঙ্গে কাস্টম নোটিফিকেশন অপশন রয়েছে। ব্যবহারকারীরা চাইলে এখন থেকে সব ধরনের বার্তার নোটিফিকেশন পেতে পারেন কিংবা কেবল তখনই নোটিফিকেশন পাবেন, যখন কেউ তাঁকে মেনশন করবে বা তাঁর বার্তার জবাব দেবে।
এ ছাড়া, ব্যক্তিগত চ্যাটে এখন থেকে ইভেন্ট অ্যাটাচ করার সুবিধা চালু করা হয়েছে।
আইফোন ব্যবহারকারীরা এখন চাইলে হোয়াটসঅ্যাপকে ডিফল্ট কল ও মেসেজ অ্যাপ হিসেবেও সেট করতে পারবেন। অন্য একটি ফিচারের মাধ্যমে এখন আইফোন ব্যবহারকারীরা ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন। এই সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে অ্যাটাচমেন্ট অপশন থেকে ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশন নির্বাচন করতে হবে এবং এরপর ধাপে ধাপে ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সংরক্ষণ করা যাবে।
এ ছাড়া ভিডিও কলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। পিঞ্চ করে জুম ইন-আউট করার সুবিধা, কল চলাকালে চ্যাট থেকে সরাসরি নতুন কাউকে যুক্ত করার অপশন এবং ভালো নেটওয়ার্ক খুঁজে নেওয়ার জন্য উন্নত ভিডিও কল রাউটিং সিস্টেম—সবই যুক্ত হয়েছে নতুন আপডেটে। কল রাউটিং সিস্টেমের ফলে ভিডিও কল এখন আরও নির্ভরযোগ্য এবং উচ্চমানের হবে। কল ড্রপ বা ভিডিও ফ্রিজ হওয়ার সমস্যা অনেকটাই কমবে।
অ্যাপটির উন্নত ব্যান্ডউইথ শনাক্তকরণ প্রযুক্তি এখন ইন্টারনেটের গতি বুঝে আরও বেশি এইচডি মানের ভিডিও কল করার সুযোগ দেবে।
এখন থেকে চ্যানেল অ্যাডমিনরা ব্যবহার করতে পারবেন ভিডিও নোটস ও ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার। তারা এখন নিজেদের চ্যানেলের প্রচারণার জন্য বিশেষ কিউআরকোড শেয়ার করতে পারবেন, যা সরাসরি চ্যানেলের লিংকে নিয়ে যাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো—চ্যানেল থেকে পাঠানো ভয়েস মেসেজের একটি লিখিত সারাংশ এখন পাওয়া যাবে। ফলে আপনি যদি চলাফেরার মধ্যে থাকেন বা আলাদা করে প্রতিটি মেসেজ শোনার সময় না থাকে, তাহলে সারাংশ পড়েই আপডেট বুঝে নিতে পারবেন।
আপনার ডিভাইসে এখনো এসব ফিচার দেখা না গেলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু তথ্য বিশ্লেষণেই নয়, চিকিৎসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগীদের প্রতি সহানুভূতি দেখানো এবং আবেগ বোঝার ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকদেরও ছাড়িয়ে যাচ্ছে এআই। এমনই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিরল রোগে আক্রান্ত র্যাচেল স্টল এবং দেশটির শীর্ষ চিকিৎসকের
৫ ঘণ্টা আগেবাংলাদেশের অপোর সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে এখন পাওয়া যাচ্ছে ‘অপো রেনো১৩ ৫জি’ এবং এই মোবাইলের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৯ হাজার ৯৯০ টাকা।
৬ ঘণ্টা আগেআইফোনের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার চেষ্টা করলেও এখন পর্যন্ত চীনের বিকল্প হিসেবে উপযুক্ত কোনো দেশ খুঁজে পায়নি অ্যাপল। উৎপাদনের ক্ষেত্রে চীনের দক্ষ জনশক্তি, সুসংগঠিত অবকাঠামো এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা অ্যাপলকে দেশটির ওপর নির্ভরশীল হতে বাধ্য করেছে।
১৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো টিউশন ফি পরিশোধে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গ্রহণের ঘোষণা দিয়েছে স্কটল্যান্ডের একটি বেসরকারি বোর্ডিং স্কুল। চলতি বছরের শরৎকালীন সেশন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে স্কটল্যান্ডের আর্গাইল অ্যান্ড বুট কাউন্টির হেলেন্সবার্গে অবস্থিত লোমন্ড স্কুল। বছরে সর্বোচ্চ ৩৮ হাজার পাউন্ড...
১৮ ঘণ্টা আগে