ঝড়-বৃষ্টি এলে থাকা যায় না ঘরে
উঠতি বয়সেই পা হারাতে হয়েছে। অভাবের সংসারে খাবার জোটানোই যেখানে দায়, সেখানে জরাজীর্ণ কুঁড়েঘরেই শান্তি খোঁজেন তিনি। তবে সেখানেই শান্তি নেই যখন আকাশে দেখেন মেঘের ঘনঘটা। কারণ, ঝড় কিংবা বৃষ্টিতে সেই ঘরে থাকা দায়। তখন বাধ্য হয়েই অন্যের ঘরে আশ্রয় নেন পরিবার নিয়ে।