ঘর থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগের তির স্ত্রীর দিকে
কিশোরগঞ্জের হোসেনপুরে ভাড়া বাড়ির ঘর থেকে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেতর থেকে আটকানো ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলে ছিল বলে পুলিশ জানিয়েছে। পরিবারের দাবি, স্ত্রী সম্পদ লিখে নিয়ে ওই চিকিৎসককে হত্যা করেছেন। পুলিশ বলছ, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে