Ajker Patrika

আড়াইবাড়িয়া ইউপিতে হ্যাটট্রিক খুর্শিদের

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
আড়াইবাড়িয়া ইউপিতে হ্যাটট্রিক খুর্শিদের

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আনারস) মো. খুর্শিদ উদ্দিন বিজয়ী হয়েছেন।

এ নিয়ে টানা তিনবার তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। খুর্শিদ উদ্দিন আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের বাসিন্দা। এর আগে ভরুয়া গ্রামের গ্রাম সরকার, ইউপি সদস্য ছিলেন। এবারের নির্বাচনে ৩ হাজার ৫৪০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা জানা গেছে, জনপ্রতিনিধি হিসেবে তিনি দক্ষ। সততার সঙ্গে নাগরিক সেবা দেওয়ায়, জনগণ এবারও তাঁকে তৃতীয়বারের মত চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন।

ভরুয়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আবু তাহের বলেন, খুর্শিদ উদ্দিন একজন সৎ ও গরিবের বন্ধু হিসেবে এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। জনগণকে সঠিক সেবা দিতে তিনি সার্বক্ষণিক ইউনিয়ন পরিষদে অবস্থান করেন।

চরজামাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম রফিক বলেন, চেয়ারম্যান হিসবে খুর্শিদ উদ্দিন অত্যন্ত দক্ষ। স্বচ্ছতার সঙ্গে জনগণের সেবা করায় এই ইউপির ভোটাররা পরপর তিনবার তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

এ নিয়ে জানতে চাইলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের ভালোবাসায় আবারও বিজয়ী হয়েছি। মানুষের ভালোবাসা আর বিশ্বাসের দাম দিতে চাই। তাই জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত