Ajker Patrika

টিফিনের টাকায় শীতবস্ত্র পেল শিশুরা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ০৩
টিফিনের টাকায় শীতবস্ত্র পেল শিশুরা

কিশোরগঞ্জের হোসেনপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শীতের উপহার দিয়েছে ‘শিশুদের হাসি ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার হোসেনপুরের প্রশিকা অফিস প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে শীতবস্ত্র বিতরণ ও সচেতনতামূলক বিভিন্ন আয়োজন ৷ অনুষ্ঠানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে জ্যাকেট ও সোয়েটার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্কপ্রবাসী নুরুল হাসান ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুদের হাসি ফাউন্ডেশন সংগঠনটি স্কুলশিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় পরিচালিত হয়। ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি ইতিমধ্যে উপজেলায় সুনাম কুড়িয়েছে।

বিশাল রবিদাস (১২) ও আকাশ রবিদাস (১০) দুই ভাই। দুজনই লেখাপড়া করে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুলে; পাশাপাশি হোসেনপুর বাজারে আকাশ মুদিদোকানে এবং বিশাল মুচির কাজ করে ৷ তাদের মতো বাজারে আরও অর্ধশতাধিক শিশু বিভিন্ন দোকানে কাজ করে। প্রত্যেক শিশুর পরিবারেই রয়েছে অভাব-অনটন। এই বয়সেই এসব শিশু পরিবারের আয়ের জন্য কাজ করে যাচ্ছে। এমন সুবিধাবঞ্চিত শিশুদের দেওয়া হয় শীতবস্ত্র উপহার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত