Ajker Patrika

বিনা মূল্যে বীজ-সার পেলেন হোসেনপুরের ২৫০০ কৃষক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৪: ২৯
বিনা মূল্যে বীজ-সার পেলেন হোসেনপুরের ২৫০০ কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ, সার এবং ভর্তুকির আওতায় কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম, কৃষক মো. নাজিম উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত