বিতর্কের সুনামিতে আলোচনার কেন্দ্রে তৃপ্তি দিমরি
আলোচনা ও সমালোচনার দুই পাড়েই আছড়ে পড়ছে ‘অ্যানিমেল’ ঝড়। বক্স অফিস আয় দিয়ে যেমন আলোচিত, তেমনি দর্শক প্রতিক্রিয়ায় সমালোচিত। নারিবিদ্বেষী, ভয়ংকর টক্সিক, অত্যন্ত হিংস্র, বীভৎস শব্দগুলো দর্শকের মুখে মুখে। এসবের মধ্য়েই আলাদা করে নজর কেড়েছেন তৃপ্তি দিমরি।