Ajker Patrika

আকাশ, সমীর ও সিডের বন্ধুত্বের গল্প কি ফিরছে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৩: ০১
আকাশ, সমীর ও সিডের বন্ধুত্বের গল্প কি ফিরছে

ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।

২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।

ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’

গোয়ার চাপোরা দুর্গে ফারহান আখতার ও সুজাত সওদাগরঅনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’

উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত