ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’
অনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’
অনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে