সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবনের পুনর্জন্ম হয়েছে ববি দেওলের। সিনেমাটি মুক্তির পর থেকে বিভিন্ন মানুষের থেকে পাচ্ছেন প্রতিক্রিয়া। তবে তার মধ্যে পরিবারের প্রতিক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর বাবা ধর্মেন্দ্র এবং তাঁর বড় ভাই সানি দেওল এখনো সিনেমাটি দেখেননি। কিন্তু, তাঁর মা দেখেছেন। এই ধরনের অ্যাকশন সিনেমা একেবারে পছন্দ করেননি তিনি।
পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় ববি জানিয়েছেন, তিনি করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’তে ধর্মেন্দ্রের চরিত্রের মৃত্যু সহ্য করতে পারেননি। তেমনই তাঁর মা ‘অ্যানিমেল’ সিনেমায় তাঁর চরিত্রের মরে যাওয়া দেখেও সহ্য করতে পারেননি।
ববি দেওলের কথায়, ‘আমার মা আমার মৃত্যুর দৃশ্যটি দেখতে পারেনি। তিনি বলেছিলেন, এই ধরনের সিনেমা করা উচিত নয়, আমি দেখতে পারব না। আমি তাঁকে বলেছিলাম, আরে ওটা তো সিনেমা! এই তো দেখো, আমি তোমার সামনে কেমন দাঁড়িয়ে আছি।’
ববির কথায়, এসবে কিন্তু তাঁর মা খুশি নন। তবে তিনি প্রচুর ফোন পাচ্ছেন মায়ের বন্ধুদের কাছ থেকে। তাঁর সব বন্ধু দেখা করতেও চেয়েছেন অভিনেতার সঙ্গে। ‘আশ্রম’ যখন মুক্তি পায় তখনো তেমনই কিছু ঘটেছিল বলে জানান অভিনেতা।
অন্য একটি সাক্ষাৎকারে ববি তাঁর পরিবারের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন। তাঁর কথায়, ‘আমার বাবা এবং আমার ভাই এখনো দেখেননি, তবে পরিবারের অন্য সবাই দেখেছেন। আমার অভিনয় ভালোও লেগেছে অনেকের। আমার পরিবার হয়তো একটু পক্ষপাতদুষ্ট। কিন্তু, তারা সব সময় একজন অভিনেতা হিসেবে আমাকে বিশ্বাস করেছে এবং তারা আমার সঠিক চলচ্চিত্রের জন্য অপেক্ষা করেন।’
খলনায়ক চরিত্রে অভিনয়ে তাঁর স্ত্রী ও ছেলেদের কী প্রতিক্রিয়া, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাচ্চারা এবং আমার স্ত্রীর চোখে আমি আনন্দ দেখতে পাচ্ছি। এই প্রথম আমি লক্ষ করেছি যে বাবা হিসেবে আমি তাদের কীভাবে প্রভাবিত করেছি।’
উল্লেখ্য, এ বছরটা দেওলদের ক্যারিয়ারের একটি যুগান্তকারী বছর হিসেবে কাটছে। ‘রকি অওর রানি’তে ধর্মেন্দ্রের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হওয়ার কয়েক মাস পরে সানি দেওল ও তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘গদর ২’ মুক্তি পায়। এখন ববি দেওল অ্যানিমেল দিয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবনের পুনর্জন্ম হয়েছে ববি দেওলের। সিনেমাটি মুক্তির পর থেকে বিভিন্ন মানুষের থেকে পাচ্ছেন প্রতিক্রিয়া। তবে তার মধ্যে পরিবারের প্রতিক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর বাবা ধর্মেন্দ্র এবং তাঁর বড় ভাই সানি দেওল এখনো সিনেমাটি দেখেননি। কিন্তু, তাঁর মা দেখেছেন। এই ধরনের অ্যাকশন সিনেমা একেবারে পছন্দ করেননি তিনি।
পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় ববি জানিয়েছেন, তিনি করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’তে ধর্মেন্দ্রের চরিত্রের মৃত্যু সহ্য করতে পারেননি। তেমনই তাঁর মা ‘অ্যানিমেল’ সিনেমায় তাঁর চরিত্রের মরে যাওয়া দেখেও সহ্য করতে পারেননি।
ববি দেওলের কথায়, ‘আমার মা আমার মৃত্যুর দৃশ্যটি দেখতে পারেনি। তিনি বলেছিলেন, এই ধরনের সিনেমা করা উচিত নয়, আমি দেখতে পারব না। আমি তাঁকে বলেছিলাম, আরে ওটা তো সিনেমা! এই তো দেখো, আমি তোমার সামনে কেমন দাঁড়িয়ে আছি।’
ববির কথায়, এসবে কিন্তু তাঁর মা খুশি নন। তবে তিনি প্রচুর ফোন পাচ্ছেন মায়ের বন্ধুদের কাছ থেকে। তাঁর সব বন্ধু দেখা করতেও চেয়েছেন অভিনেতার সঙ্গে। ‘আশ্রম’ যখন মুক্তি পায় তখনো তেমনই কিছু ঘটেছিল বলে জানান অভিনেতা।
অন্য একটি সাক্ষাৎকারে ববি তাঁর পরিবারের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন। তাঁর কথায়, ‘আমার বাবা এবং আমার ভাই এখনো দেখেননি, তবে পরিবারের অন্য সবাই দেখেছেন। আমার অভিনয় ভালোও লেগেছে অনেকের। আমার পরিবার হয়তো একটু পক্ষপাতদুষ্ট। কিন্তু, তারা সব সময় একজন অভিনেতা হিসেবে আমাকে বিশ্বাস করেছে এবং তারা আমার সঠিক চলচ্চিত্রের জন্য অপেক্ষা করেন।’
খলনায়ক চরিত্রে অভিনয়ে তাঁর স্ত্রী ও ছেলেদের কী প্রতিক্রিয়া, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাচ্চারা এবং আমার স্ত্রীর চোখে আমি আনন্দ দেখতে পাচ্ছি। এই প্রথম আমি লক্ষ করেছি যে বাবা হিসেবে আমি তাদের কীভাবে প্রভাবিত করেছি।’
উল্লেখ্য, এ বছরটা দেওলদের ক্যারিয়ারের একটি যুগান্তকারী বছর হিসেবে কাটছে। ‘রকি অওর রানি’তে ধর্মেন্দ্রের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হওয়ার কয়েক মাস পরে সানি দেওল ও তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘গদর ২’ মুক্তি পায়। এখন ববি দেওল অ্যানিমেল দিয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে