Ajker Patrika

স্বামীর হাত ধরে পরিণীতি কি রাজনীতিতে নামছেন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৬: ২৯
স্বামীর হাত ধরে পরিণীতি কি রাজনীতিতে নামছেন

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গত সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। রাজনীতিবিদকে বিয়ের পর এবার অভিনেত্রী জানিয়েছেন স্বামীর দেখানো পথে হেঁটেই রাজনীতিতে আসতে চলেছেন কিনা।

গুজরাটের একটি ইভেন্টে সম্প্রতি অংশ নিয়েছিলেন পরিণীতি। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মুখোমুখি হোন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয় অভিনেত্রীও কি এবার রাজনীতিতে আসবেন? উত্তরে তিনি জানান, ‘আপনাদের সবাইকে আমাদের এই সফল বিয়ের একটি গোপন কথা বলি। ও যেমন বলিউডের কিছুই জানে না, আমিও তেমন রাজনীতির কিছুই জানি না। তাই আমার মনে হয় না আপনারা আমাকে রাজনীতিতে যোগ দিতে দেখবেন।’

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ছবি: ইনস্টাগ্রামপরিণীতি আরও বলেন, ‘যদিও আমাদের দুজনের জীবনই ভীষণ ভাবে পাবলিক। আমরা দুজনই জনগণের থেকে প্রচুর ভালোবাসা পাই। আর সত্যি বলতে কি যদি সঠিক মানুষের সঙ্গে থাকেন, তাহলে বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না।’

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ছবি: ইনস্টাগ্রামজীবনের বিষয়ে কথা বলতে গিয়ে পরিণীতি বলেন, ‘জীবনে কাজ এবং ব্যক্তিগত জীবনের ব্যালেন্স রাখা খুব জরুরি। ভারতীয়রা সব সময় গর্ব করে বলেন যে কাজের জন্য তাঁরা খাওয়া দাওয়া কিছুই করছেন না, এটা ঠিক নয়। এভাবে জীবন কাটানো উচিত নয়। আমি কঠোর পরিশ্রম করতে চাই, কাজ করতে চাই। আবার তেমনই ছুটির দিন বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গেই কাটাতে চাই। ৮০-৯০ বছরে পৌঁছে যেন মনে হয় জীবনটা যেভাবে কাটানো উচিত ছিল সেভাবেই কাটিয়ে এসেছি।’

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ছবি: ইনস্টাগ্রামউল্লেখ্য, পরিণীতি চোপড়াকে সবশেষ দেখা গেছে, অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন রানীগঞ্জ’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিত দোসাঁঝের সঙ্গে ‘চমকিলা’ সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত