বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গত সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। রাজনীতিবিদকে বিয়ের পর এবার অভিনেত্রী জানিয়েছেন স্বামীর দেখানো পথে হেঁটেই রাজনীতিতে আসতে চলেছেন কিনা।
গুজরাটের একটি ইভেন্টে সম্প্রতি অংশ নিয়েছিলেন পরিণীতি। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মুখোমুখি হোন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয় অভিনেত্রীও কি এবার রাজনীতিতে আসবেন? উত্তরে তিনি জানান, ‘আপনাদের সবাইকে আমাদের এই সফল বিয়ের একটি গোপন কথা বলি। ও যেমন বলিউডের কিছুই জানে না, আমিও তেমন রাজনীতির কিছুই জানি না। তাই আমার মনে হয় না আপনারা আমাকে রাজনীতিতে যোগ দিতে দেখবেন।’
পরিণীতি আরও বলেন, ‘যদিও আমাদের দুজনের জীবনই ভীষণ ভাবে পাবলিক। আমরা দুজনই জনগণের থেকে প্রচুর ভালোবাসা পাই। আর সত্যি বলতে কি যদি সঠিক মানুষের সঙ্গে থাকেন, তাহলে বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না।’
জীবনের বিষয়ে কথা বলতে গিয়ে পরিণীতি বলেন, ‘জীবনে কাজ এবং ব্যক্তিগত জীবনের ব্যালেন্স রাখা খুব জরুরি। ভারতীয়রা সব সময় গর্ব করে বলেন যে কাজের জন্য তাঁরা খাওয়া দাওয়া কিছুই করছেন না, এটা ঠিক নয়। এভাবে জীবন কাটানো উচিত নয়। আমি কঠোর পরিশ্রম করতে চাই, কাজ করতে চাই। আবার তেমনই ছুটির দিন বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গেই কাটাতে চাই। ৮০-৯০ বছরে পৌঁছে যেন মনে হয় জীবনটা যেভাবে কাটানো উচিত ছিল সেভাবেই কাটিয়ে এসেছি।’
উল্লেখ্য, পরিণীতি চোপড়াকে সবশেষ দেখা গেছে, অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন রানীগঞ্জ’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিত দোসাঁঝের সঙ্গে ‘চমকিলা’ সিনেমা।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গত সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। রাজনীতিবিদকে বিয়ের পর এবার অভিনেত্রী জানিয়েছেন স্বামীর দেখানো পথে হেঁটেই রাজনীতিতে আসতে চলেছেন কিনা।
গুজরাটের একটি ইভেন্টে সম্প্রতি অংশ নিয়েছিলেন পরিণীতি। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মুখোমুখি হোন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয় অভিনেত্রীও কি এবার রাজনীতিতে আসবেন? উত্তরে তিনি জানান, ‘আপনাদের সবাইকে আমাদের এই সফল বিয়ের একটি গোপন কথা বলি। ও যেমন বলিউডের কিছুই জানে না, আমিও তেমন রাজনীতির কিছুই জানি না। তাই আমার মনে হয় না আপনারা আমাকে রাজনীতিতে যোগ দিতে দেখবেন।’
পরিণীতি আরও বলেন, ‘যদিও আমাদের দুজনের জীবনই ভীষণ ভাবে পাবলিক। আমরা দুজনই জনগণের থেকে প্রচুর ভালোবাসা পাই। আর সত্যি বলতে কি যদি সঠিক মানুষের সঙ্গে থাকেন, তাহলে বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না।’
জীবনের বিষয়ে কথা বলতে গিয়ে পরিণীতি বলেন, ‘জীবনে কাজ এবং ব্যক্তিগত জীবনের ব্যালেন্স রাখা খুব জরুরি। ভারতীয়রা সব সময় গর্ব করে বলেন যে কাজের জন্য তাঁরা খাওয়া দাওয়া কিছুই করছেন না, এটা ঠিক নয়। এভাবে জীবন কাটানো উচিত নয়। আমি কঠোর পরিশ্রম করতে চাই, কাজ করতে চাই। আবার তেমনই ছুটির দিন বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গেই কাটাতে চাই। ৮০-৯০ বছরে পৌঁছে যেন মনে হয় জীবনটা যেভাবে কাটানো উচিত ছিল সেভাবেই কাটিয়ে এসেছি।’
উল্লেখ্য, পরিণীতি চোপড়াকে সবশেষ দেখা গেছে, অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন রানীগঞ্জ’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিত দোসাঁঝের সঙ্গে ‘চমকিলা’ সিনেমা।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে