Ajker Patrika

একই সিনেমায় দুই তারকা দম্পতি

একই সিনেমায় দুই তারকা দম্পতি

গত বছরের সেপ্টেম্বরে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার পর বলিউড যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল। করোনার ধাক্কা কাটিয়ে এ সিনেমা দিয়েই প্রথম ব্যাপকভাবে হলে ফেরেন হিন্দি সিনেমার দর্শকরা। বক্স অফিসে অতটা জোয়ার আনতে না পারলেও বলিউডে গত বছরের সর্বাধিক ব্যবসাসফল সিনেমার স্বীকৃতি পেয়েছিল রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র। তখন থেকেই দর্শকদের মনে প্রশ্ন, কবে আসবে ব্রহ্মাস্ত্র টু? ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রহ্মাস্ত্র টু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত। কারা অভিনয় করবেন, সেটাও প্রায় ঠিক হয়ে গেছে।

প্রথম পর্বে শিবের চরিত্রে ছিলেন রণবীর কাপুর, ইশা চরিত্রে আলিয়া ভাট। অমিতাভ বচ্চন ছিলেন রঘু চরিত্রে। এ ছাড়া শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ছিলেন অতিথি চরিত্রে। ব্রহ্মাস্ত্র টুতে শাহরুখের উপস্থিতি নিশ্চিত না হলেও অমিতাভ, রণবীর, আলিয়া ও দীপিকার থাকার বিষয়টি চূড়ান্ত। তাঁদের সঙ্গে নতুন করে যুক্ত হবেন রণবীর সিং। নিউজ ১৮ জানিয়েছে, সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে সম্মতি জানিয়েছেন রণবীর সিং।

আর এখানেই রয়েছে চমক। ব্রহ্মাস্ত্র টুতে দেবের চরিত্রে থাকবেন রণবীর। অর্থাৎ পর্দায় রণবীর কাপুরের বাবা হবেন রণবীর সিং। বলিউডে ব্রহ্মাস্ত্র টু-ই প্রথম সিনেমা হতে যাচ্ছে, যেখানে বাস্তবের দুই তারকা দম্পতি অভিনয় করতে যাচ্ছেন। একদিকে রণবীর কাপুর-আলিয়া, অন্যদিকে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। পর্দায় তাঁদের জুটি হিসেবেই পাওয়া যাবে।

তবে কবে শুরু হবে ব্রহ্মাস্ত্র টুর শুটিং, তা এখনো নিশ্চিত নয়। ব্রহ্মাস্ত্র সিনেমার নির্মাতা অয়ন মুখার্জি এখন ব্যস্ত আছেন ‘ওয়ার টু’-এর শুটিং নিয়ে। অন্যদিকে রণবীর সিং শিগগিরই শুরু করবেন সঞ্জয় লীলা বানসালির ‘বাইজু বাওরা’র শুটিং। তাই ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের শুরুর দিকে ব্রহ্মাস্ত্র টুর ক্যামেরা ওপেন হতে পারে। ওই বছর রণবীরের ‘ডন থ্রি’র শুটিংও হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রণবীর আগে ডন থ্রির কাজ করবেন, তারপর মন দেবেন ব্রহ্মাস্ত্র টুর শুটিংয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত