লাপাতা লেডিস: কিরণ রাওয়ের সিনেমার অডিশনে বাদ পড়েন আমির
শিগগিরই মুক্তি পাবে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ শিরোনামের সিনেমা। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রবি কিষাণ। তবে কিরণ রাও জানিয়েছেন, রবি কিষাণ নন এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের। কিরণ রাও আরও জানিয়েছেন, এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন আমির খান। কিন্তু না, ওই চরিত্রের