গত বছর সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। লন্ডনে প্রথম দেখাতেই রাঘবের প্রেমে পড়েন পরিণীতি। এমনকি প্রথম দেখার সময় অভিনেত্রী জানতেন না রাঘবের বয়স ও তার বৈবাহিক অবস্থা। সম্প্রতি আইসিসি ইয়াং লিডার্স ফোরামে রাঘবের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি হাতড়ে কী জানালেন পরিণীতি চোপড়া।
পরিণীতি চোপড়া এদিন জানান তিনি এবং রাঘব চাড্ডার প্রথমবার দেখা হয় লন্ডনে। সেই ইভেন্টে তাঁদের দুজনকেই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পরিণীতির কথায়, ‘খুব ভোরে ব্রেকফাস্টের সময় আমরা দেখা করেছিলাম। আমার মনে আছে, দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল। আমরা আধা ঘণ্টার মতো সময় একে অন্যের সঙ্গে কাটিয়েছিলাম। আর তখনই আমি বুঝেছিলাম যে, এই সেই পুরুষ যাকে আমি বিয়ে করব। কিন্তু ওর বিষয়ে আমার কাছে কোনো তথ্যই ছিল না। ওর বয়স কত সেটাও জানতাম না। এমনকি ও বিবাহিত কিনা সেটাও জানা ছিল না। আসলে আমি খুব একটা রাজনীতি ফলো করি না।’
এরপর তিনি আরও বলেন, ‘রাঘবের ব্যক্তিগত বিষয়ে কোনো তথ্যই আমার কাছে ছিল না। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে আমার হোটেলে এসে ওর বিষয়ে গুগল করেছিলাম। সেখানেই রাঘব চাড্ডার বয়স, রাঘব চাড্ডা কি বিবাহিত এসব প্রশ্ন করে জেনেছিলাম। আসলে আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই আমার মনের মানুষ, তার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর ভাগ্য ভালো ছিল যে ও সিঙ্গেল ছিল, তখন থেকেই আমাদের কথা শুরু হয়।’
উল্লেখ্য, অভিনয়ের পর সদ্যই গানের জগতে পা রেখেছেন পরিণীতি চোপড়া। অভিনয় দিয়ে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বলিউডে। তবে তিনি বরাবরই গান গাইতে ভালোবাসতেন। সেটাকেই এবার পেশা বানালেন। অভিনয়ের পাশাপাশি শুরু করলেন নতুন সফর। স্ত্রীর প্রথম শোয়ের পর রাঘব তাঁর বেশ প্রশংসা করেন। শোয়ের ছবি শেয়ার করে পরিণীতিকে রকস্টার বলে আখ্যা দেন রাঘব।
গত বছর সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। লন্ডনে প্রথম দেখাতেই রাঘবের প্রেমে পড়েন পরিণীতি। এমনকি প্রথম দেখার সময় অভিনেত্রী জানতেন না রাঘবের বয়স ও তার বৈবাহিক অবস্থা। সম্প্রতি আইসিসি ইয়াং লিডার্স ফোরামে রাঘবের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি হাতড়ে কী জানালেন পরিণীতি চোপড়া।
পরিণীতি চোপড়া এদিন জানান তিনি এবং রাঘব চাড্ডার প্রথমবার দেখা হয় লন্ডনে। সেই ইভেন্টে তাঁদের দুজনকেই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পরিণীতির কথায়, ‘খুব ভোরে ব্রেকফাস্টের সময় আমরা দেখা করেছিলাম। আমার মনে আছে, দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল। আমরা আধা ঘণ্টার মতো সময় একে অন্যের সঙ্গে কাটিয়েছিলাম। আর তখনই আমি বুঝেছিলাম যে, এই সেই পুরুষ যাকে আমি বিয়ে করব। কিন্তু ওর বিষয়ে আমার কাছে কোনো তথ্যই ছিল না। ওর বয়স কত সেটাও জানতাম না। এমনকি ও বিবাহিত কিনা সেটাও জানা ছিল না। আসলে আমি খুব একটা রাজনীতি ফলো করি না।’
এরপর তিনি আরও বলেন, ‘রাঘবের ব্যক্তিগত বিষয়ে কোনো তথ্যই আমার কাছে ছিল না। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে আমার হোটেলে এসে ওর বিষয়ে গুগল করেছিলাম। সেখানেই রাঘব চাড্ডার বয়স, রাঘব চাড্ডা কি বিবাহিত এসব প্রশ্ন করে জেনেছিলাম। আসলে আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই আমার মনের মানুষ, তার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর ভাগ্য ভালো ছিল যে ও সিঙ্গেল ছিল, তখন থেকেই আমাদের কথা শুরু হয়।’
উল্লেখ্য, অভিনয়ের পর সদ্যই গানের জগতে পা রেখেছেন পরিণীতি চোপড়া। অভিনয় দিয়ে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বলিউডে। তবে তিনি বরাবরই গান গাইতে ভালোবাসতেন। সেটাকেই এবার পেশা বানালেন। অভিনয়ের পাশাপাশি শুরু করলেন নতুন সফর। স্ত্রীর প্রথম শোয়ের পর রাঘব তাঁর বেশ প্রশংসা করেন। শোয়ের ছবি শেয়ার করে পরিণীতিকে রকস্টার বলে আখ্যা দেন রাঘব।
নতুন নাটক ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’-এর প্রদর্শনী এবং অনুস্বর সংলাপ নামের একটা অনুষ্ঠানের আয়োজন করছি। প্রতিবছর এই সংলাপে একজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আসা হয় নাট্যকর্মী ও দর্শকদের সামনে। নির্দিষ্ট বিষয়ের ওপর তিনি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে শুরু হয় সংলাপ। দর্শকেরা অতিথিকে প্রশ্ন করেন।
১৩ মিনিট আগেপারিবারিক গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আ খ ম হাসান, জয়রাজ, তারিক স্বপন, সমাপ্তি মাসুক প্রমুখ।
২৩ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২৭ মিনিট আগেউত্তরার লাবণী শুটিং হাউসে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। নোটিশটি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
১০ ঘণ্টা আগে