Ajker Patrika

প্রথম দেখাতেই রাঘবের প্রেমে পড়েন পরিণীতি, গুগল থেকে জানেন সবকিছু

বিনোদন ডেস্ক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৯
Thumbnail image

গত বছর সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। লন্ডনে প্রথম দেখাতেই রাঘবের প্রেমে পড়েন পরিণীতি। এমনকি প্রথম দেখার সময় অভিনেত্রী জানতেন না রাঘবের বয়স ও তার বৈবাহিক অবস্থা। সম্প্রতি আইসিসি ইয়াং লিডার্স ফোরামে রাঘবের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি হাতড়ে কী জানালেন পরিণীতি চোপড়া।

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ছবি: ইনস্টাগ্রামপরিণীতি চোপড়া এদিন জানান তিনি এবং রাঘব চাড্ডার প্রথমবার দেখা হয় লন্ডনে। সেই ইভেন্টে তাঁদের দুজনকেই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পরিণীতির কথায়, ‘খুব ভোরে ব্রেকফাস্টের সময় আমরা দেখা করেছিলাম। আমার মনে আছে, দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল। আমরা আধা ঘণ্টার মতো সময় একে অন্যের সঙ্গে কাটিয়েছিলাম। আর তখনই আমি বুঝেছিলাম যে, এই সেই পুরুষ যাকে আমি বিয়ে করব। কিন্তু ওর বিষয়ে আমার কাছে কোনো তথ্যই ছিল না। ওর বয়স কত সেটাও জানতাম না। এমনকি ও বিবাহিত কিনা সেটাও জানা ছিল না। আসলে আমি খুব একটা রাজনীতি ফলো করি না।’

এরপর তিনি আরও বলেন, ‘রাঘবের ব্যক্তিগত বিষয়ে কোনো তথ্যই আমার কাছে ছিল না। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে আমার হোটেলে এসে ওর বিষয়ে গুগল করেছিলাম। সেখানেই রাঘব চাড্ডার বয়স, রাঘব চাড্ডা কি বিবাহিত এসব প্রশ্ন করে জেনেছিলাম। আসলে আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই আমার মনের মানুষ, তার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর ভাগ্য ভালো ছিল যে ও সিঙ্গেল ছিল, তখন থেকেই আমাদের কথা শুরু হয়।’

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ছবি: ইনস্টাগ্রামউল্লেখ্য, অভিনয়ের পর সদ্যই গানের জগতে পা রেখেছেন পরিণীতি চোপড়া। অভিনয় দিয়ে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বলিউডে। তবে তিনি বরাবরই গান গাইতে ভালোবাসতেন। সেটাকেই এবার পেশা বানালেন। অভিনয়ের পাশাপাশি শুরু করলেন নতুন সফর। স্ত্রীর প্রথম শোয়ের পর রাঘব তাঁর বেশ প্রশংসা করেন। শোয়ের ছবি শেয়ার করে পরিণীতিকে রকস্টার বলে আখ্যা দেন রাঘব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত