Ajker Patrika

পরিবারের সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ অরিজিৎ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৩৮
পরিবারের সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ অরিজিৎ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের দাদি ভারতী দেবী মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, ৮২ বছর বয়সী ভারতী দেবী বার্ধক্যজনিত সমস্যার কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল রোববার দুপুরে জিয়াগঞ্জেই মৃত্যু হয় তার।

২০২১-এ মাকে হারিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ। এবার আরও এক কাছের মানুষকে হারালেন তিনি। দাদিকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিৎ। এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল স্ত্রী কোয়েল সিংকে স্কুটিতে চাপিয়ে জিয়াগঞ্জ শ্মশানে যেতে দেখা যায় অরিজিৎকে। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা পরিচালিত জিয়াগঞ্জ শহরের গঙ্গাতীরেই রয়েছে শ্মশান। সেখানেই ভারতী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে অরিজিৎ, কোয়েল সিং ছাড়াও উপস্থিত ছিলেন গায়কের বাবা সুরিন্দর সিং।

সংগীতশিল্পী অরিজিৎ সিং। ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে মাত্র ৫৭ বছর বয়সেই মৃত্যু হয় অরিজিৎ সিংয়ের মায়ের। করোনা আক্রান্ত হয়ে জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদনে ভর্তি ছিলেন গায়কের মা, পরবর্তী সময়ে ঢাকুরিয়া আমরিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। কোভিড-মুক্ত হলেও শেষমেশ মাল্টি অর্গান ফেলিওরের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন অরিজিতের মা।

সম্প্রতি জিয়াগঞ্জে অরিজিতের উদ্যোগে যে স্কুল ও হাসপাতাল তৈরি হচ্ছে, তার জন্য ইতিমধ্যেই জমির অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ছাড়া জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান অরিজিৎ। পাশাপাশি স্কুলও তৈরির স্বপ্ন রয়েছে অরিজিতের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত