তেরো বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। শিগগিরই মুক্তি পাবে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ শিরোনামের সিনেমা। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রবি কিষাণ। তবে সম্প্রতি কিরণ জানিয়েছেন, রবি কিষাণ নন এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের।
সম্প্রতি দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ রাও আরও জানিয়েছেন, এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন আমির খান। কিন্তু না, ওই চরিত্রের জন্য বেশি নম্বর নিয়ে পাশ করেন রবি কিষাণ।
দ্য উইক-এর সাক্ষাৎকারে কিরণ রাওকে জিজ্ঞেস করা হয়, আমিরের ‘লাপাতা লেডিস’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করার কথা ছিল, সত্যি কি? এ কথা শুনেই হেসে ফেলেন কিরণ রাও। বলেন, হ্যাঁ। কিরণ বলেন, ‘আসলে আমিরের মনোহরের চরিত্রে অভিনয় করা উচিত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। যে চরিত্রে এখন রবি কিষাণ অভিনয় করেছেন। তবে আমিরের চরিত্রটি বেশ পছন্দ ছিল। ও বলেছিল, ও সত্যিই ওই চরিত্রে অভিনয় করতে চায়।’
তবে শেষপর্যন্ত কেন আমিরকে না নিয়ে রবি কিষাণকে নেওয়া হয়? এর উত্তরে কিরণ বলেন, ‘আমি যখন আমির ও রবি কিষাণ, দুজনের অডিশন টেপ দেখলাম, তখনই দেখি রবি এই চরিত্রের জন্য আমিরকেও ছাপিয়ে গিয়েছেন। আমিরের অডিশনও সত্যিই ভালো ছিল, তবে রবি কিষাণের সঙ্গে চরিত্রটি অনেক বেশি খাপ খেয়েছিল। উনি (রবি কিষাণ) এই চরিত্রের সঙ্গে বেশি মিশে যেতে পেরেছেন।’
কিরণের কথায়, ‘আমি মনে করি, রবি এই চরিত্রে চমক নিয়ে এসেছেন। এটা আপনারাও ভাবতে পারবেন না, যে উনি এই চরিত্রের জন্য কী করেছেন! আর এ বিষয়ে আমিরও সহমত, যে রবি ওই চরিত্রের জন্য ওর থেকেও বেশি উপযুক্ত। আসলে আমির নিজেও ভাবে যে দর্শকেরা আসলে ওই চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করবে। আমির তাই নিজেই বলেছিল, এই চরিত্রের সঠিক মূল্যায়ন ও করতে পারবে না।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’ সিনেমার ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ মার্চ। ২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে দুই যুবতী কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। রবি কিষাণ ছাড়াও সিনেমাটিতে আরও দেখা যাবে নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তবকে।
তেরো বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। শিগগিরই মুক্তি পাবে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ শিরোনামের সিনেমা। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রবি কিষাণ। তবে সম্প্রতি কিরণ জানিয়েছেন, রবি কিষাণ নন এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের।
সম্প্রতি দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ রাও আরও জানিয়েছেন, এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন আমির খান। কিন্তু না, ওই চরিত্রের জন্য বেশি নম্বর নিয়ে পাশ করেন রবি কিষাণ।
দ্য উইক-এর সাক্ষাৎকারে কিরণ রাওকে জিজ্ঞেস করা হয়, আমিরের ‘লাপাতা লেডিস’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করার কথা ছিল, সত্যি কি? এ কথা শুনেই হেসে ফেলেন কিরণ রাও। বলেন, হ্যাঁ। কিরণ বলেন, ‘আসলে আমিরের মনোহরের চরিত্রে অভিনয় করা উচিত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। যে চরিত্রে এখন রবি কিষাণ অভিনয় করেছেন। তবে আমিরের চরিত্রটি বেশ পছন্দ ছিল। ও বলেছিল, ও সত্যিই ওই চরিত্রে অভিনয় করতে চায়।’
তবে শেষপর্যন্ত কেন আমিরকে না নিয়ে রবি কিষাণকে নেওয়া হয়? এর উত্তরে কিরণ বলেন, ‘আমি যখন আমির ও রবি কিষাণ, দুজনের অডিশন টেপ দেখলাম, তখনই দেখি রবি এই চরিত্রের জন্য আমিরকেও ছাপিয়ে গিয়েছেন। আমিরের অডিশনও সত্যিই ভালো ছিল, তবে রবি কিষাণের সঙ্গে চরিত্রটি অনেক বেশি খাপ খেয়েছিল। উনি (রবি কিষাণ) এই চরিত্রের সঙ্গে বেশি মিশে যেতে পেরেছেন।’
কিরণের কথায়, ‘আমি মনে করি, রবি এই চরিত্রে চমক নিয়ে এসেছেন। এটা আপনারাও ভাবতে পারবেন না, যে উনি এই চরিত্রের জন্য কী করেছেন! আর এ বিষয়ে আমিরও সহমত, যে রবি ওই চরিত্রের জন্য ওর থেকেও বেশি উপযুক্ত। আসলে আমির নিজেও ভাবে যে দর্শকেরা আসলে ওই চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করবে। আমির তাই নিজেই বলেছিল, এই চরিত্রের সঠিক মূল্যায়ন ও করতে পারবে না।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’ সিনেমার ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ মার্চ। ২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে দুই যুবতী কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। রবি কিষাণ ছাড়াও সিনেমাটিতে আরও দেখা যাবে নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তবকে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে