বিসিবির হাজার কোটি টাকার প্রকল্পে নতুন গতি
কুড়িল মোড় পেরিয়ে পূর্বাচল ৩০০ ফুট সড়কে ঢুকতেই সড়কের দিকনির্দেশিকায় চোখে পড়বে নামটি—‘পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’। যে স্টেডিয়ামের নির্মাণকাজ শুরুই হয়নি, সেটির নাম এরই মধ্যে সড়কের নির্দেশনা সাইনে উঠে গেছে। বিসিবি আত্মবিশ্বাসী, এ বছর তারা শুরু করে দেবে দেশের ক্রীড়া অবকাঠামোর ইতিহাসে সবচেয়ে ব্