সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের ছন্দ আজ আর ধরে রাখতে পারেনি রাজশাহী। ৪ উইকেটে ৩৮৫ রান থেকে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে তারা। খুলনার পেসার আল আমিন হোসেনের তোপেরমুখে ৪২৬ রানে থেমেছে রাজশাহীর প্রথম ইনিংস।
শেষ ৪১ রানে রাজশাহী হারিয়েছে ৬ উইকেট। গতকাল ৯১ রানে অপরাজিত থাকা ফরহাদ হোসেন আজ ফিরেছেন ৯৩ রানে। শাখির হোসেন শুভ্র করেছেন ৬৮ রান। খুলনার আল আমিন নিয়েছেন ৫ উইকেট। পরে মেহেরব হোসেনের হোসেনের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি খুলনাও। ১৯৪ রানে অলআউট হয়ে গেছে তারা। রাজশাহীর মেহেরবই নিয়েছেন ৬ উইকেট।
তবে সিলেট একাডেমি গ্রাউন্ডে এইচ মোল্লা (১২২) ও মার্শাল আইয়ুবের (১২৭) ২৫তম প্রথম শ্রেণির সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ৪০৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে বরিশাল।
আরেক ম্যাচে ১৪৬ রানে সিলেটকে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা। ১ উইকেটে ৩৮ রানে দিন শেষ করেছে তারা। চট্টগ্রাম-রংপুরের ম্যাচে আজও ছিলও বৃষ্টি। ২১ ওভারে খেলা হয়েছে, ১ উইকেটে ৬৯ রান করেছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের ছন্দ আজ আর ধরে রাখতে পারেনি রাজশাহী। ৪ উইকেটে ৩৮৫ রান থেকে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে তারা। খুলনার পেসার আল আমিন হোসেনের তোপেরমুখে ৪২৬ রানে থেমেছে রাজশাহীর প্রথম ইনিংস।
শেষ ৪১ রানে রাজশাহী হারিয়েছে ৬ উইকেট। গতকাল ৯১ রানে অপরাজিত থাকা ফরহাদ হোসেন আজ ফিরেছেন ৯৩ রানে। শাখির হোসেন শুভ্র করেছেন ৬৮ রান। খুলনার আল আমিন নিয়েছেন ৫ উইকেট। পরে মেহেরব হোসেনের হোসেনের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি খুলনাও। ১৯৪ রানে অলআউট হয়ে গেছে তারা। রাজশাহীর মেহেরবই নিয়েছেন ৬ উইকেট।
তবে সিলেট একাডেমি গ্রাউন্ডে এইচ মোল্লা (১২২) ও মার্শাল আইয়ুবের (১২৭) ২৫তম প্রথম শ্রেণির সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ৪০৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে বরিশাল।
আরেক ম্যাচে ১৪৬ রানে সিলেটকে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা। ১ উইকেটে ৩৮ রানে দিন শেষ করেছে তারা। চট্টগ্রাম-রংপুরের ম্যাচে আজও ছিলও বৃষ্টি। ২১ ওভারে খেলা হয়েছে, ১ উইকেটে ৬৯ রান করেছে রংপুর।
বড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
৪ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
৬ ঘণ্টা আগেবড় বড় দলগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশাই জিতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছে রশিদ খান-মোহাম্মদ নবিরা। সে হিসেবে হংকং তাদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে জয়ের জন্য বড় লক্ষ্যই দিয়েছে আফগানরা।
৭ ঘণ্টা আগেকাঠমান্ডুতে উৎকণ্ঠা নিয়ে সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। আজ দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হোটেল থেকে বিমানবন্দরেই যেতে পারেননি জামাল-তপুরা। ফ্লাইটও বাতিল করা হয়।
১০ ঘণ্টা আগে