নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে দাপুটে জয়ে ‘টপ এন্ড সিরিজ’ শুরু করেছিল বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচেই দেখল তারা হার। টিও স্টেডিয়ামে আজ তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছে এইচপি। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৬ রান স্কোরে জমা করে তারা। জ্যাক ডোরেনের ব্যাটিং তাণ্ডবে ৩ বল বাকি থাকতে সেই লক্ষ্য তাড়া করেছে তাসমানিয়া।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তাসমানিয়া। ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ করলেও টপ অর্ডারের বাকি দুই ব্যাটার—টপ ওয়ার্ড ৬ ও নিভেথান রাধাকৃষ্ণ ৫ রান হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা।
চতুর্থ উইকেটে ডোরেন ও চার্লি ওয়াকিমের ৬৬ রানের জুটিতে বদলে যায় ম্যাচের গতিপথ। ডোরেন ৩টি ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ওয়াকিমের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ দিকে রাফায়েল ম্যাকমিলান অপরাজিত ৯ বলে ১৭ রান করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
তার আগে টস জিতে বিসিবি এইচপিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তাসমানিয়ার অধিনায়ক টিম ওয়ার্ড। জিসান আলম-তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮.৩ ওভারে ওপেনিং জুটিতে ৭৩ রান যোগ করে বিসিবি এইচপি। এরপরই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা। জিসান ৩ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৩৮, তামিম ২৯ বলে ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন ১০ রানে।
৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন ইমন আজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন এ বাঁহাতি ব্যাটার। আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ রান। ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু স্কোরই পেয়েছিল এইচপি। তবে ডোরেনের তাণ্ডবে সবকিছুই বিফলে যায়। তাসমানিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন গেইব বেল।
মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে দাপুটে জয়ে ‘টপ এন্ড সিরিজ’ শুরু করেছিল বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচেই দেখল তারা হার। টিও স্টেডিয়ামে আজ তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছে এইচপি। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৬ রান স্কোরে জমা করে তারা। জ্যাক ডোরেনের ব্যাটিং তাণ্ডবে ৩ বল বাকি থাকতে সেই লক্ষ্য তাড়া করেছে তাসমানিয়া।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তাসমানিয়া। ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ করলেও টপ অর্ডারের বাকি দুই ব্যাটার—টপ ওয়ার্ড ৬ ও নিভেথান রাধাকৃষ্ণ ৫ রান হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা।
চতুর্থ উইকেটে ডোরেন ও চার্লি ওয়াকিমের ৬৬ রানের জুটিতে বদলে যায় ম্যাচের গতিপথ। ডোরেন ৩টি ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ওয়াকিমের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ দিকে রাফায়েল ম্যাকমিলান অপরাজিত ৯ বলে ১৭ রান করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
তার আগে টস জিতে বিসিবি এইচপিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তাসমানিয়ার অধিনায়ক টিম ওয়ার্ড। জিসান আলম-তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮.৩ ওভারে ওপেনিং জুটিতে ৭৩ রান যোগ করে বিসিবি এইচপি। এরপরই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা। জিসান ৩ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৩৮, তামিম ২৯ বলে ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন ১০ রানে।
৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন ইমন আজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন এ বাঁহাতি ব্যাটার। আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ রান। ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু স্কোরই পেয়েছিল এইচপি। তবে ডোরেনের তাণ্ডবে সবকিছুই বিফলে যায়। তাসমানিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন গেইব বেল।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে