জমির উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে ক্রিকেট লীগ। এতে চার-ছক্কায় মেতে উঠছে পুরো স্টেডিয়াম। দর্শকেরও কমতি ছিল না। এই স্টেডিয়ামের চার পাশে রয়েছে ২৫টি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট ঘিরে রয়েছে খেতে আসা মানুষের জমজমাট আড্ডা। ঢাকার বেইলি রোডের মতো এখানেও কয়েক মিনিটে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কারণ রেস্টুরেন্টগুলোতে নেই ফায়ার সেফটি।
জ্বালানি হিসেবে প্রতিদিন অদলবদল হয় শতাধিক সিলিন্ডার গ্যাসও। যা প্রায়ই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যুতে আগুনের বড় ঝুঁকি তৈরি করে। চট্টগ্রামের জাতীয় ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত এই এম এ আজিজ স্টেডিয়াম নগরের কাজির দেউড়ি এলাকায়। এখানেই ২০০৫ সালে অনুষ্ঠিত হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। যেটিতে জয় পায় বাংলাদেশ। ২০১৩ সালের বিপিএলও এখানেই হয়েছিল।
বর্তমানে আন্তর্জাতিক ম্যাচ না হলেও জাতীয় সব লীগই এখানে হয়। আন্তর্জাতিক দলগুলোর প্র্যাকটিস সেশনও এখানে হয়। শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপও এবং গত দুই মাসে ১০টি বিদেশি অংশগ্রহণকারী দল নিয়ে টুর্নামেন্ট হয়েছে এখানে। এ রকম একটি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ঘিরে রেখেছে গ্যাস বোমায়। কারণ এখানকার সব রেস্টুরেন্ট আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে।
সরেজমিন ঘুরে কোনো রেস্টুরেন্টে ফায়ার সেফটির দেখা মেলেনি। নেই আগুন নেভানোর ফায়ার এক্সটিংগুইশারও। গ্যাস সিলিন্ডারগুলোও খুব পুরোনো দেখা গেছে। স্টেডিয়াম ঘিরে রয়েছে গ্যালারি, রেড চিলি, সাব জিরো, হাঙ্গার জোন, সাকুরা কাবাব, দারুল কাবাব, রোদেলা বিকেল, রয়েল হাট, কুটুমবাড়ি ও লবস্টারের মতো ২৫টি রেস্টুরেন্ট। প্রতিটি রেস্টুরেন্টে অন্তত পাঁচটি গ্যাস সিলিন্ডারের দেখা মিলেছে। তাও আগুন নিরোধক ব্যবস্থা ছাড়াই। রয়েল হাট রেস্তোরাঁয় ছয়টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ম্যাচের সময় রেস্টুরেন্টগুলো বন্ধ রাখা হলেও ঘরোয়া ম্যাচ ও বিদেশি দলের অনুশীলনের সময় এগুলো খোলা থাকে। কিন্তু অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাবে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার না করলেও হুমকি থেকে যায়। এ ছাড়া কোনো ম্যাচ বা অনুশীলন সেশন না হলেও প্রতিদিন শত শত মানুষ স্টেডিয়ামের রেস্তোরাঁ ও দোকানে আসেন। সুতরাং রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার রাখা খেলোয়াড় ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।
যেকোনো সময় এগুলোর বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, একটি স্টেডিয়ামে দুই স্তরের অগ্নিনির্বাপক ব্যবস্থার প্রয়োজন। কিন্তু স্টেডিয়ামের রেস্তোরাঁগুলোতে আগুন নেভাতে একক স্তরের ব্যবস্থাও নেই। এ ছাড়া স্টেডিয়ামে অগ্নিনির্বাপক ব্যবস্থার জন্য খেলোয়াড় ও দর্শকদের জন্য অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা প্রয়োজন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক হেলাল উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা বিভিন্ন দেশ ঘুরেছি, সেখানে কোনো দেশ তাদের স্টেডিয়ামে বাণিজ্যিক দোকান বা রেস্তোরাঁর অনুমতি দেয় না।’
স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা তদারক করার দায়িত্ব চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার। এই সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘এসব রেস্টুরেন্টে পর্যাপ্ত ফায়ার সেফটির বিষয়টি নিশ্চিত করার দায়ভার সংশ্লিষ্ট সংস্থার। আমাদের পক্ষ থেকেও এখানকার রেস্টুরেন্টে মালিকদের ফায়ার সেফটির বিষয়টি দেখভাল করার অনুরোধ করেছি। যদি তারা এটি না করে, তাহলে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে।’
চট্টগ্রাম জেলার ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে ক্রিকেট লীগ। এতে চার-ছক্কায় মেতে উঠছে পুরো স্টেডিয়াম। দর্শকেরও কমতি ছিল না। এই স্টেডিয়ামের চার পাশে রয়েছে ২৫টি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট ঘিরে রয়েছে খেতে আসা মানুষের জমজমাট আড্ডা। ঢাকার বেইলি রোডের মতো এখানেও কয়েক মিনিটে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কারণ রেস্টুরেন্টগুলোতে নেই ফায়ার সেফটি।
জ্বালানি হিসেবে প্রতিদিন অদলবদল হয় শতাধিক সিলিন্ডার গ্যাসও। যা প্রায়ই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যুতে আগুনের বড় ঝুঁকি তৈরি করে। চট্টগ্রামের জাতীয় ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত এই এম এ আজিজ স্টেডিয়াম নগরের কাজির দেউড়ি এলাকায়। এখানেই ২০০৫ সালে অনুষ্ঠিত হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। যেটিতে জয় পায় বাংলাদেশ। ২০১৩ সালের বিপিএলও এখানেই হয়েছিল।
বর্তমানে আন্তর্জাতিক ম্যাচ না হলেও জাতীয় সব লীগই এখানে হয়। আন্তর্জাতিক দলগুলোর প্র্যাকটিস সেশনও এখানে হয়। শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপও এবং গত দুই মাসে ১০টি বিদেশি অংশগ্রহণকারী দল নিয়ে টুর্নামেন্ট হয়েছে এখানে। এ রকম একটি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ঘিরে রেখেছে গ্যাস বোমায়। কারণ এখানকার সব রেস্টুরেন্ট আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে।
সরেজমিন ঘুরে কোনো রেস্টুরেন্টে ফায়ার সেফটির দেখা মেলেনি। নেই আগুন নেভানোর ফায়ার এক্সটিংগুইশারও। গ্যাস সিলিন্ডারগুলোও খুব পুরোনো দেখা গেছে। স্টেডিয়াম ঘিরে রয়েছে গ্যালারি, রেড চিলি, সাব জিরো, হাঙ্গার জোন, সাকুরা কাবাব, দারুল কাবাব, রোদেলা বিকেল, রয়েল হাট, কুটুমবাড়ি ও লবস্টারের মতো ২৫টি রেস্টুরেন্ট। প্রতিটি রেস্টুরেন্টে অন্তত পাঁচটি গ্যাস সিলিন্ডারের দেখা মিলেছে। তাও আগুন নিরোধক ব্যবস্থা ছাড়াই। রয়েল হাট রেস্তোরাঁয় ছয়টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ম্যাচের সময় রেস্টুরেন্টগুলো বন্ধ রাখা হলেও ঘরোয়া ম্যাচ ও বিদেশি দলের অনুশীলনের সময় এগুলো খোলা থাকে। কিন্তু অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাবে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার না করলেও হুমকি থেকে যায়। এ ছাড়া কোনো ম্যাচ বা অনুশীলন সেশন না হলেও প্রতিদিন শত শত মানুষ স্টেডিয়ামের রেস্তোরাঁ ও দোকানে আসেন। সুতরাং রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার রাখা খেলোয়াড় ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।
যেকোনো সময় এগুলোর বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, একটি স্টেডিয়ামে দুই স্তরের অগ্নিনির্বাপক ব্যবস্থার প্রয়োজন। কিন্তু স্টেডিয়ামের রেস্তোরাঁগুলোতে আগুন নেভাতে একক স্তরের ব্যবস্থাও নেই। এ ছাড়া স্টেডিয়ামে অগ্নিনির্বাপক ব্যবস্থার জন্য খেলোয়াড় ও দর্শকদের জন্য অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা প্রয়োজন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক হেলাল উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা বিভিন্ন দেশ ঘুরেছি, সেখানে কোনো দেশ তাদের স্টেডিয়ামে বাণিজ্যিক দোকান বা রেস্তোরাঁর অনুমতি দেয় না।’
স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা তদারক করার দায়িত্ব চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার। এই সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘এসব রেস্টুরেন্টে পর্যাপ্ত ফায়ার সেফটির বিষয়টি নিশ্চিত করার দায়ভার সংশ্লিষ্ট সংস্থার। আমাদের পক্ষ থেকেও এখানকার রেস্টুরেন্টে মালিকদের ফায়ার সেফটির বিষয়টি দেখভাল করার অনুরোধ করেছি। যদি তারা এটি না করে, তাহলে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে