হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
সরকারি সহায়তার চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করার অভিযোগে হালুয়াঘাটে আবদুর রশিদ (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকায় নিজ বাড়ি থেকে ৬৮ বস্তা চালসহ তাঁকে আটক করা হয়।
আবদুর রশিদ ওই গ্রামের রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নের প্রান্তিক নারী উপকারভোগীদের (ভিডব্লিউবি) মধ্যে চাল বিতরণ করছে। মঙ্গলবার প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা করে চাল দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কিছু ব্যবসায়ী ওই চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শাকুয়াই ইউনিয়ন পরিষদসংলগ্ন আবদুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করে। জিজ্ঞাসাবাদে রশিদ জানান, তিনি চালগুলো প্রতি বস্তা ১ হাজার ১০০ টাকা করে উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন।
এ বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘আমি জানতাম না এই চাল কেনাবেচা করা নিষেধ। এটা আমার ভুল হয়েছে।’
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান বলেন, ‘চাল বিক্রির বিষয়ে উপকারভোগীদের নিষেধ করা হয়েছিল। তবু কিছু ব্যবসায়ী তাদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন বলে অভিযোগ পেয়েছি।’
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক এবং ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি সহায়তার চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করার অভিযোগে হালুয়াঘাটে আবদুর রশিদ (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকায় নিজ বাড়ি থেকে ৬৮ বস্তা চালসহ তাঁকে আটক করা হয়।
আবদুর রশিদ ওই গ্রামের রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নের প্রান্তিক নারী উপকারভোগীদের (ভিডব্লিউবি) মধ্যে চাল বিতরণ করছে। মঙ্গলবার প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা করে চাল দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কিছু ব্যবসায়ী ওই চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শাকুয়াই ইউনিয়ন পরিষদসংলগ্ন আবদুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করে। জিজ্ঞাসাবাদে রশিদ জানান, তিনি চালগুলো প্রতি বস্তা ১ হাজার ১০০ টাকা করে উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন।
এ বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘আমি জানতাম না এই চাল কেনাবেচা করা নিষেধ। এটা আমার ভুল হয়েছে।’
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান বলেন, ‘চাল বিক্রির বিষয়ে উপকারভোগীদের নিষেধ করা হয়েছিল। তবু কিছু ব্যবসায়ী তাদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন বলে অভিযোগ পেয়েছি।’
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক এবং ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
২৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১ ঘণ্টা আগে