হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
সরকারি সহায়তার চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করার অভিযোগে হালুয়াঘাটে আবদুর রশিদ (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকায় নিজ বাড়ি থেকে ৬৮ বস্তা চালসহ তাঁকে আটক করা হয়।
আবদুর রশিদ ওই গ্রামের রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নের প্রান্তিক নারী উপকারভোগীদের (ভিডব্লিউবি) মধ্যে চাল বিতরণ করছে। মঙ্গলবার প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা করে চাল দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কিছু ব্যবসায়ী ওই চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শাকুয়াই ইউনিয়ন পরিষদসংলগ্ন আবদুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করে। জিজ্ঞাসাবাদে রশিদ জানান, তিনি চালগুলো প্রতি বস্তা ১ হাজার ১০০ টাকা করে উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন।
এ বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘আমি জানতাম না এই চাল কেনাবেচা করা নিষেধ। এটা আমার ভুল হয়েছে।’
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান বলেন, ‘চাল বিক্রির বিষয়ে উপকারভোগীদের নিষেধ করা হয়েছিল। তবু কিছু ব্যবসায়ী তাদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন বলে অভিযোগ পেয়েছি।’
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক এবং ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি সহায়তার চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করার অভিযোগে হালুয়াঘাটে আবদুর রশিদ (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকায় নিজ বাড়ি থেকে ৬৮ বস্তা চালসহ তাঁকে আটক করা হয়।
আবদুর রশিদ ওই গ্রামের রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নের প্রান্তিক নারী উপকারভোগীদের (ভিডব্লিউবি) মধ্যে চাল বিতরণ করছে। মঙ্গলবার প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা করে চাল দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কিছু ব্যবসায়ী ওই চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শাকুয়াই ইউনিয়ন পরিষদসংলগ্ন আবদুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করে। জিজ্ঞাসাবাদে রশিদ জানান, তিনি চালগুলো প্রতি বস্তা ১ হাজার ১০০ টাকা করে উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন।
এ বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘আমি জানতাম না এই চাল কেনাবেচা করা নিষেধ। এটা আমার ভুল হয়েছে।’
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান বলেন, ‘চাল বিক্রির বিষয়ে উপকারভোগীদের নিষেধ করা হয়েছিল। তবু কিছু ব্যবসায়ী তাদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন বলে অভিযোগ পেয়েছি।’
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক এবং ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগেআগুনে দগ্ধ রোগীদের শারীরিক আঘাতের সঙ্গে সঙ্গে প্রবল মানসিক ধাক্কাও সইতে হয়। শিশুদের ক্ষেত্রে মানসিক আঘাতের মাত্রাটা বেশি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিশুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ বিমান ধসে আগুন ধরে যাওয়া, চোখের সামনে সহপাঠীদের...
৯ ঘণ্টা আগে