বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।
পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’
এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।
এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।
বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।
পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’
এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।
এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৫ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৫ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৬ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৭ ঘণ্টা আগে