বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।
পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’
এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।
এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।
বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।
ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।
পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’
এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।
এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে