Ajker Patrika

মাঠে অজ্ঞান ফুটবলার, ম্যাচ স্থগিত 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৫: ২৭
মাঠে অজ্ঞান ফুটবলার, ম্যাচ স্থগিত 

বিপদ কখনো বলেকয়ে আসে না—বহুল প্রচলিত এই কথারই বাস্তব প্রমাণ যেন দেখা গেল গত রাতে সিরি ‘আ’তে। হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে যান ইভান এনডিকা। ফলে বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করতে হয়েছে।

ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয় উদিনেস ও রোমা। ৭১ মিনিটের ম্যাচ তখন ১-১ সমতায়। বুকে ব্যথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন রোমার ডিফেন্ডার এনডিকা। এনডিকার অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। উদিনেস-রোমা দুই দলই আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে এখানেই ম্যাচ স্থগিত করা হয়।

পরবর্তী সময় অবশ্য এনডিকার অবস্থা ভালো বলে জানা গেছে। রোমার এক্স হ্যান্ডলে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মাংসপেশি নাড়াচড়া করার ব্যায়াম করছেন। রোমে ফেরার আগে রোমা দল এনডিকার সঙ্গে দেখাও করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘এনডিকা আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাঁকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে।’

এনডিকার অবস্থার উন্নতি হওয়ায় উদিনেসের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলার কথা ভাবছে। খেলা পুনরায় কবে হবে, তার কোনো তারিখ এখনো জানা যায়নি। ইতালিয়ান এক সংবাদমাধ্যম লে গ্যাজেত্তা দেলো স্পোর্তের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের পর সিদ্ধান্ত (রোমা-উদিনেস ম্যাচ পুনরায় শুরু) নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রোমা-মিলান। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে উদিনেস-রোমা ম্যাচের সূচি। খেলা আবার শুরু হলে ৭১ মিনিটের পর থেকেই হবে।

এবারের সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মিলান। ৩২ ম্যাচে ২৬ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৮৩ পয়েন্ট এখন ইন্টারের। দুই ও তিনে থাকা এসি মিলান ও জুভেন্টাসের পয়েন্ট ৬৯ ও ৬৩। পয়েন্ট তালিকার পাঁচে আছে রোমা। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৫৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত