‘সাঁঝের বাতি’ সিরিয়াল থেকে জুন মালিয়ার বিদায়
স্টার জলসার সিরিয়াল ‘সাঁঝের বাতি’তে আড়াই বছর ধরে দেখা যাচ্ছে অভিনেত্রী জুন মালিয়াকে। এ ধারাবাহিকে তিনি অভিনয় করেন মল্লিকা চরিত্রে। গল্পে ‘আর্য’র মা হিসেবে তিনি দারুণ জনপ্রিয়। তবে এখন থেকে আর দেখা যাবে না মল্লিকাকে। ‘সাঁঝের বাতি’র সঙ্গে পথচলা থামছে জুন মালিয়ার। এই বিদায় হঠাৎ নয়, গল্পের কারণেই ধারাবাহ