তলানিতে টিআরপি, প্রাইম স্লট থেকে নামিয়ে আনা হল স্টার জলসার ধারাবাহিক মোহরকে! মানতে পারছেন না ভক্তরা। একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’-এর জীবনে নতুন মোড়, এবং নতুন সময়ে সম্প্রচার শুরু ধারাবাহিকের।
একটা সময় কলকাতার বাংলা টেলিভিশনের টিআরপি টপার ছিল স্টার জলসার এই ধারাবাহিক। গত কয়েক মাসে অনেকখানি তলানিতে ঠেকেছে মোহর-এর জনপ্রিয়তা।
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরা পাঁচে জায়গা হচ্ছে না ‘মোহর’-এর। টিআরপি রেটিংয়ে তেমন কোনও পরিবর্তন না আসবার কারণেই প্রাইম স্লট থেকে ‘মোহর’কে সরিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
গত ৫ এপ্রিল থেকে দুপুর ২টায় প্রচার হচ্ছে মোহর। কিন্তু এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় মোহর ভক্তরা। সোনামণি সাহা ও প্রতীক সেনের মতো তারকা জুটির কাছে এটা ঘোর অপমানের, দাবি ভক্তদের।
তাই মোহরের জন্য একদিকে সুবিচার চেয়ে হ্যাশট্যাগ জাস্টিস ফর মোহর হ্যাশট্যাগে চ্যানেলের ফেসবুক, ইনস্টাগ্রামের পেজ ভরিয়ে দিচ্ছে ভক্তরা, অন্যদিকে মোহর-এর জায়গায় রাত ৮টায় শুরু হতে চলা ‘বরণ’ ধারাবাহিক বয়কটের ডাক দিয়েছে।
এক ভক্ত টুইটারে লিখেছেন, ‘যেই জুটি আপনাদের এত সম্মান আর নাম এনে দিয়েছে তাদের সাথে এমন অন্যায় করতে আপনাদের রুচিতে বাঁধলো না। ছি ছি আর কতো নিচে নামবেন আপনারা?’
অপর একজন লেখেন, ‘মোহরের স্থান থেকে মোহরকে সরিয়ে বরণকে বরণ করেছেন। আমরা মোহর প্রেমীরা মরে যাবো তাও বরণ দেখবো না। আপনারা আমাদের সাথে যে অন্যায় যে অবিচার করেছেন তার দাম আপনাদের দিতে হবে। আপনারা কি করে ভাবতে পারলেন যে সময়ে আমরা টিভির সামনে বসে মোহর দেখতাম আর সেখানে মোহর না দেখে বরণ দেখবো? এই জীবনে এই আশা অন্তত করবেন না। আপনারা প্লিজ ভাবুন মোহরকে রাতে মোহরের জায়গায় নিয়ে আসার জন্য তাহলে আমরা জলসার সাথে থাকবো’।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক বন্ধ করে দেওয়ার পরেও এহেন ক্ষোভের মুখে পড়তে হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষকে। মোহর-এর সময় বদল নিয়েই ক্ষোভ ঝাড়ছে অনুরাগীরা।
গল্পের নতুন মোড়ে এবার ছাত্রী মোহর নয়, কলেজে পা রাখছে শিক্ষিকা মোহর। নতুন পর্বে মোহর-এর লুকও পালটে গিয়েছে। এবার সালোয়ার ছেড়ে নায়িকার পরনে শাড়ি। চেনা জায়গাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে মোহর। যে কলেজে নিজের ছাত্রী জীবন কাটিয়েছে মোহর, সেই কলেজই এখন তাঁর কাছে নতুন ভাবে ধরা দিচ্ছে। মোহরের অঙ্গীকার- ‘লক্ষ্য ছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হব। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি। আজ এই কলেজের শিক্ষিকা হয়ে আমার আর এক নতুন পথচলা শুরু।’
মোহর-এর নতুন সফরেও কাঁটা হয়ে দেখা দেবেন শ্রেষ্ঠা ম্যাম। শিক্ষিকা মোহরের সঙ্গে শঙ্খ স্যারের রয়াসন কেমন হয়, সেই দিকেই চোখ থাকবে সকলের।
তলানিতে টিআরপি, প্রাইম স্লট থেকে নামিয়ে আনা হল স্টার জলসার ধারাবাহিক মোহরকে! মানতে পারছেন না ভক্তরা। একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’-এর জীবনে নতুন মোড়, এবং নতুন সময়ে সম্প্রচার শুরু ধারাবাহিকের।
একটা সময় কলকাতার বাংলা টেলিভিশনের টিআরপি টপার ছিল স্টার জলসার এই ধারাবাহিক। গত কয়েক মাসে অনেকখানি তলানিতে ঠেকেছে মোহর-এর জনপ্রিয়তা।
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরা পাঁচে জায়গা হচ্ছে না ‘মোহর’-এর। টিআরপি রেটিংয়ে তেমন কোনও পরিবর্তন না আসবার কারণেই প্রাইম স্লট থেকে ‘মোহর’কে সরিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
গত ৫ এপ্রিল থেকে দুপুর ২টায় প্রচার হচ্ছে মোহর। কিন্তু এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় মোহর ভক্তরা। সোনামণি সাহা ও প্রতীক সেনের মতো তারকা জুটির কাছে এটা ঘোর অপমানের, দাবি ভক্তদের।
তাই মোহরের জন্য একদিকে সুবিচার চেয়ে হ্যাশট্যাগ জাস্টিস ফর মোহর হ্যাশট্যাগে চ্যানেলের ফেসবুক, ইনস্টাগ্রামের পেজ ভরিয়ে দিচ্ছে ভক্তরা, অন্যদিকে মোহর-এর জায়গায় রাত ৮টায় শুরু হতে চলা ‘বরণ’ ধারাবাহিক বয়কটের ডাক দিয়েছে।
এক ভক্ত টুইটারে লিখেছেন, ‘যেই জুটি আপনাদের এত সম্মান আর নাম এনে দিয়েছে তাদের সাথে এমন অন্যায় করতে আপনাদের রুচিতে বাঁধলো না। ছি ছি আর কতো নিচে নামবেন আপনারা?’
অপর একজন লেখেন, ‘মোহরের স্থান থেকে মোহরকে সরিয়ে বরণকে বরণ করেছেন। আমরা মোহর প্রেমীরা মরে যাবো তাও বরণ দেখবো না। আপনারা আমাদের সাথে যে অন্যায় যে অবিচার করেছেন তার দাম আপনাদের দিতে হবে। আপনারা কি করে ভাবতে পারলেন যে সময়ে আমরা টিভির সামনে বসে মোহর দেখতাম আর সেখানে মোহর না দেখে বরণ দেখবো? এই জীবনে এই আশা অন্তত করবেন না। আপনারা প্লিজ ভাবুন মোহরকে রাতে মোহরের জায়গায় নিয়ে আসার জন্য তাহলে আমরা জলসার সাথে থাকবো’।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক বন্ধ করে দেওয়ার পরেও এহেন ক্ষোভের মুখে পড়তে হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষকে। মোহর-এর সময় বদল নিয়েই ক্ষোভ ঝাড়ছে অনুরাগীরা।
গল্পের নতুন মোড়ে এবার ছাত্রী মোহর নয়, কলেজে পা রাখছে শিক্ষিকা মোহর। নতুন পর্বে মোহর-এর লুকও পালটে গিয়েছে। এবার সালোয়ার ছেড়ে নায়িকার পরনে শাড়ি। চেনা জায়গাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে মোহর। যে কলেজে নিজের ছাত্রী জীবন কাটিয়েছে মোহর, সেই কলেজই এখন তাঁর কাছে নতুন ভাবে ধরা দিচ্ছে। মোহরের অঙ্গীকার- ‘লক্ষ্য ছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হব। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি। আজ এই কলেজের শিক্ষিকা হয়ে আমার আর এক নতুন পথচলা শুরু।’
মোহর-এর নতুন সফরেও কাঁটা হয়ে দেখা দেবেন শ্রেষ্ঠা ম্যাম। শিক্ষিকা মোহরের সঙ্গে শঙ্খ স্যারের রয়াসন কেমন হয়, সেই দিকেই চোখ থাকবে সকলের।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৪ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৫ ঘণ্টা আগে