আজ থেকে স্টার জলসায় আসছে নতুন জুটি—ঋষিরাজ ও পিহু। শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলবে সিরিয়ালটি। বলবে ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ দিয়েই শুরু হচ্ছে তাঁর অভিনয় ক্যারিয়ার। সিরিয়ালে সৃজলার সঙ্গী হয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন ঋষিরাজ চরিত্রে।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শন। ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’-এ একেবারেই অন্য রকম চরিত্রে হাজির হচ্ছেন শন। পারিবারিক ড্রামার পাশাপাশি পুরোনো হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমকে কীভাবে খুঁজে পাবে ঋষিরাজ ও পিহু, তা নিয়েই রচনা করা হয়েছে নতুন সিরিয়ালের গল্প।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ বানিয়েছেন লক্ষ্মণ ঘোষ। শন-সৃজলা ছাড়াও এতে আছেন কলকাতার সিরিয়ালের একগুচ্ছ পরিচিত মুখ। অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, নীল মুখোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি ও রব দে।
ধারাবাহিকের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বাতাসে গুনগুন, এসেছে ফাগুন’ টাইটেল গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইনডোর ছাড়াও ‘মন ফাগুন’-এর শুটিং হয়েছে হাওড়া, কালিম্পংয়ের একাধিক মনোরম লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, এমন কিছু লোকেশন বেছে নেওয়া হয়েছে এ সিরিয়ালের শুটিংয়ের জন্য, যেখানে আগে খুব একটা শুটিং হয়নি।
আজ থেকে স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’। তবে নতুন সিরিয়াল আসায় জায়গা ছেড়ে দিতে হচ্ছে ‘ফেলনা’কে। রাজ চক্রবর্তী প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ফেলনা’ এগিয়ে আনা হয়েছে দুপুরের স্লটে। আজ থেকে ‘ফেলনা’ দেখা যাবে ‘মোহর’-এর ঠিক পরই, অর্থাৎ বেলা ৩টায়।
আজ থেকে স্টার জলসায় আসছে নতুন জুটি—ঋষিরাজ ও পিহু। শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলবে সিরিয়ালটি। বলবে ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ দিয়েই শুরু হচ্ছে তাঁর অভিনয় ক্যারিয়ার। সিরিয়ালে সৃজলার সঙ্গী হয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন ঋষিরাজ চরিত্রে।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শন। ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’-এ একেবারেই অন্য রকম চরিত্রে হাজির হচ্ছেন শন। পারিবারিক ড্রামার পাশাপাশি পুরোনো হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমকে কীভাবে খুঁজে পাবে ঋষিরাজ ও পিহু, তা নিয়েই রচনা করা হয়েছে নতুন সিরিয়ালের গল্প।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ বানিয়েছেন লক্ষ্মণ ঘোষ। শন-সৃজলা ছাড়াও এতে আছেন কলকাতার সিরিয়ালের একগুচ্ছ পরিচিত মুখ। অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, নীল মুখোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি ও রব দে।
ধারাবাহিকের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বাতাসে গুনগুন, এসেছে ফাগুন’ টাইটেল গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইনডোর ছাড়াও ‘মন ফাগুন’-এর শুটিং হয়েছে হাওড়া, কালিম্পংয়ের একাধিক মনোরম লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, এমন কিছু লোকেশন বেছে নেওয়া হয়েছে এ সিরিয়ালের শুটিংয়ের জন্য, যেখানে আগে খুব একটা শুটিং হয়নি।
আজ থেকে স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’। তবে নতুন সিরিয়াল আসায় জায়গা ছেড়ে দিতে হচ্ছে ‘ফেলনা’কে। রাজ চক্রবর্তী প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ফেলনা’ এগিয়ে আনা হয়েছে দুপুরের স্লটে। আজ থেকে ‘ফেলনা’ দেখা যাবে ‘মোহর’-এর ঠিক পরই, অর্থাৎ বেলা ৩টায়।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৪ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৫ ঘণ্টা আগে