আজ থেকে স্টার জলসায় আসছে নতুন জুটি—ঋষিরাজ ও পিহু। শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলবে সিরিয়ালটি। বলবে ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ দিয়েই শুরু হচ্ছে তাঁর অভিনয় ক্যারিয়ার। সিরিয়ালে সৃজলার সঙ্গী হয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন ঋষিরাজ চরিত্রে।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শন। ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’-এ একেবারেই অন্য রকম চরিত্রে হাজির হচ্ছেন শন। পারিবারিক ড্রামার পাশাপাশি পুরোনো হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমকে কীভাবে খুঁজে পাবে ঋষিরাজ ও পিহু, তা নিয়েই রচনা করা হয়েছে নতুন সিরিয়ালের গল্প।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ বানিয়েছেন লক্ষ্মণ ঘোষ। শন-সৃজলা ছাড়াও এতে আছেন কলকাতার সিরিয়ালের একগুচ্ছ পরিচিত মুখ। অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, নীল মুখোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি ও রব দে।
ধারাবাহিকের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বাতাসে গুনগুন, এসেছে ফাগুন’ টাইটেল গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইনডোর ছাড়াও ‘মন ফাগুন’-এর শুটিং হয়েছে হাওড়া, কালিম্পংয়ের একাধিক মনোরম লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, এমন কিছু লোকেশন বেছে নেওয়া হয়েছে এ সিরিয়ালের শুটিংয়ের জন্য, যেখানে আগে খুব একটা শুটিং হয়নি।
আজ থেকে স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’। তবে নতুন সিরিয়াল আসায় জায়গা ছেড়ে দিতে হচ্ছে ‘ফেলনা’কে। রাজ চক্রবর্তী প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ফেলনা’ এগিয়ে আনা হয়েছে দুপুরের স্লটে। আজ থেকে ‘ফেলনা’ দেখা যাবে ‘মোহর’-এর ঠিক পরই, অর্থাৎ বেলা ৩টায়।
আজ থেকে স্টার জলসায় আসছে নতুন জুটি—ঋষিরাজ ও পিহু। শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলবে সিরিয়ালটি। বলবে ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ দিয়েই শুরু হচ্ছে তাঁর অভিনয় ক্যারিয়ার। সিরিয়ালে সৃজলার সঙ্গী হয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন ঋষিরাজ চরিত্রে।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শন। ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’-এ একেবারেই অন্য রকম চরিত্রে হাজির হচ্ছেন শন। পারিবারিক ড্রামার পাশাপাশি পুরোনো হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমকে কীভাবে খুঁজে পাবে ঋষিরাজ ও পিহু, তা নিয়েই রচনা করা হয়েছে নতুন সিরিয়ালের গল্প।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ বানিয়েছেন লক্ষ্মণ ঘোষ। শন-সৃজলা ছাড়াও এতে আছেন কলকাতার সিরিয়ালের একগুচ্ছ পরিচিত মুখ। অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, নীল মুখোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি ও রব দে।
ধারাবাহিকের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বাতাসে গুনগুন, এসেছে ফাগুন’ টাইটেল গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইনডোর ছাড়াও ‘মন ফাগুন’-এর শুটিং হয়েছে হাওড়া, কালিম্পংয়ের একাধিক মনোরম লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, এমন কিছু লোকেশন বেছে নেওয়া হয়েছে এ সিরিয়ালের শুটিংয়ের জন্য, যেখানে আগে খুব একটা শুটিং হয়নি।
আজ থেকে স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’। তবে নতুন সিরিয়াল আসায় জায়গা ছেড়ে দিতে হচ্ছে ‘ফেলনা’কে। রাজ চক্রবর্তী প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ফেলনা’ এগিয়ে আনা হয়েছে দুপুরের স্লটে। আজ থেকে ‘ফেলনা’ দেখা যাবে ‘মোহর’-এর ঠিক পরই, অর্থাৎ বেলা ৩টায়।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
৬ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
৭ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে