খাবার নিয়ে সম্প্রতি টলিউডে বেশ কিছু ছবি তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম ‘মাছের ঝোল’ এবং ‘রেনবো জেলি’। এসব ছবিতে খাবারকে অনুঘটক করে অন্য রকম গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতারা। এবার সিরিয়ালে এল সেই ফুড ফ্যান্টাসির গল্প। নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। আগামীকাল থেকে স্টার জলসায় শুরু হচ্ছে সিরিয়ালটির প্রচার।
সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে ছিলেন তিনি। ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকায় থাকছেন রাহুল মজুমদার। তিনি অভিনয় করছেন একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে। এ ছাড়া থাকছেন কাঞ্চনা মৈত্র, গৌরব, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সোমা দে ও দীপঙ্কর দে।
‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালের গল্পে দেখা যাবে, মা-বাবাহারা খুকুমণি বড় হয়েছে কাকা ও কাকিমার কাছে। সে স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল, অন্যায় একেবারেই সহ্য হয় না তার। নিজের বুদ্ধিতেই খুকুমণি খুলে ফেলেছে খাবারের হোম ডেলিভারির ব্যবসা। এটি করতে গিয়ে পড়ে নানা চ্যালেঞ্জের মুখে। বিহান নামে এক বদরাগী কাস্টমারের অর্ডার পায় খুকুমণি। যাকে নাকি শান্ত করা যায় কেবল সুস্বাদু খাবার দিয়েই।
আগামীকাল থেকে প্রতি সোম-রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এ সময়ে আগে দেখা যেত ‘দেশের মাটি’।
খাবার নিয়ে সম্প্রতি টলিউডে বেশ কিছু ছবি তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম ‘মাছের ঝোল’ এবং ‘রেনবো জেলি’। এসব ছবিতে খাবারকে অনুঘটক করে অন্য রকম গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতারা। এবার সিরিয়ালে এল সেই ফুড ফ্যান্টাসির গল্প। নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। আগামীকাল থেকে স্টার জলসায় শুরু হচ্ছে সিরিয়ালটির প্রচার।
সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে ছিলেন তিনি। ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকায় থাকছেন রাহুল মজুমদার। তিনি অভিনয় করছেন একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে। এ ছাড়া থাকছেন কাঞ্চনা মৈত্র, গৌরব, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সোমা দে ও দীপঙ্কর দে।
‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালের গল্পে দেখা যাবে, মা-বাবাহারা খুকুমণি বড় হয়েছে কাকা ও কাকিমার কাছে। সে স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল, অন্যায় একেবারেই সহ্য হয় না তার। নিজের বুদ্ধিতেই খুকুমণি খুলে ফেলেছে খাবারের হোম ডেলিভারির ব্যবসা। এটি করতে গিয়ে পড়ে নানা চ্যালেঞ্জের মুখে। বিহান নামে এক বদরাগী কাস্টমারের অর্ডার পায় খুকুমণি। যাকে নাকি শান্ত করা যায় কেবল সুস্বাদু খাবার দিয়েই।
আগামীকাল থেকে প্রতি সোম-রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এ সময়ে আগে দেখা যেত ‘দেশের মাটি’।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৪ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৫ ঘণ্টা আগে