Ajker Patrika

মন কেড়েছে ‘গ্রামের রাণী বীণাপাণি’

বিনোদন ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ০২
Thumbnail image

স্টার জলসায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘গ্রামের রাণী বীণাপাণি’। দেখতে দেখতে বীণাপাণির সফর আট মাস হতে চলছে। সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রচার হয় সিরিয়ালটি। প্রথম থেকেই দর্শকপ্রিয় হয়েছে এটি। বিশেষত গ্রামবাংলার নির্ভীক ও প্রতিবাদী মেয়ে বীণাপাণি দর্শকের পছন্দের চরিত্র হয়ে উঠেছে।

গ্রামের দরিদ্র কৃষক ও শ্রমিকদের জন্য লড়াই করতে কখনো পিছপা হয় না বীণাপাণি। গ্রামবাসীর তাই অগাধ আস্থা তাঁর ওপর। তাঁদের বিশ্বাস, সুযোগ পেলে সে সব অসম্ভবকে সম্ভব করতে পারবে। কারণ, বীণাপাণি গ্রামের উন্নয়ন নিয়ে ভাবে, কৃষকদের জীবনমান উন্নত করার চেষ্টা করে। সবার স্বার্থরক্ষায় সে গ্রাম ছেড়ে শহরে আসে। আন্দোলনে নামে রাজপথে। মুখোমুখি হয় বড় বড় প্রতিষ্ঠানের। পর্দায় এমন একজন সাহসী আর বুদ্ধিমতী নারীকে দেখে স্বাভাবিকভাবেই দর্শক অনুপ্রাণিত হন।

এই ধারাবাহিকে নতুন আর পুরোনো মুখের সংমিশ্রণ ঘটেছে। পুরোনোদের মধ্যে নায়ক চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা, যাঁকে এর আগে ‘প্রথমা কাদম্বিনী’ সিরিয়ালে ‘দ্বারকানাথ’ চরিত্রে দেখেছেন দর্শক। তবে সিরিয়ালের নামভূমিকায় অর্থাৎ বীণাপাণি চরিত্রে যিনি অভিনয় করছেন, তিনি একেবারেই নতুন মুখ। তাঁর নাম অ্যানমেরি টম।

অ্যানমেরি অর্ধেক বাঙালি, অর্ধেক মালয়ালি। তাঁর মা বাঙালি হলেও বাবা একজন মালয়ালি। অ্যানমেরির বাবার নাম টম ম্যাথিউ, মায়ের নাম সুমিতা টম। অভিনয়ের পাশাপাশি নাচ আর পড়াশোনায়ও ভালো অ্যানমেরি।

ছোটবেলায় ব্যারাকপুরের সেন্ট কার্লেট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করে স্নাতক নিয়ে পড়াশোনা করার জন্য তিনি চলে আসেন কলকাতায়। সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে ওই কলেজ থেকেই ২০১৮ সালে স্নাতকোত্তর পাস করেন।

পড়াশোনার সঙ্গে সঙ্গেই নাচের প্রশিক্ষণ নিয়েছেন অ্যানমেরি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি নিজেকে ড্যান্সার ও কোরিওগ্রাফার হিসেবে পরিচয় দিয়েছেন।

‘গ্রামের রাণী বীণাপাণি’ সিরিয়ালটি প্রযোজনা করছে টেন্ট প্রোডাকশন। ইতিমধ্যেই এই প্রযোজনা সংস্থার ঝুলিতে জমা হয়েছে ‘তিতলি’ এবং ‘কে আপন কে পর’-এর মতো সফল ধারাবাহিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত