ঢাকা: গত বছরের আগস্টে ধারাবাহিক ‘খড়কুটো’ শুরু হয়েছিল স্টার জলসায়। প্রচার শুরুর পর থেকেই ধারাবাহিকটি আছে সেরার তালিকায়। টিআরপিতে নিজের অবস্থান ধরে রেখেছে রেখেছে ‘খড়কুটো’।
প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা ও কৌশিক রায়। এ ধারাবাহিকে প্রথমবার জুটি হয়েছেন তাঁরা। ‘খুড়কুটো’র আগে তৃণাকে শেষ দেখা গিয়েছিল ‘কলের বউ’ ধারাবাহিকে। অন্যদিকে কৌশিক অভিনয় করেছিলেন ‘ফাগুন বউ’ এ। ধারাবাহিকটির চিত্রনাট্য লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় আছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়।
‘খড়কুটো’র গল্পের কেন্দ্রে আছে সৌজন্য ও গুনগুনের টক মিষ্টি প্রেমকাহিনি। এক মধ্যবিত্ত পরিবার। যে পরিবারটি কিছু পুরনো ধ্যানধারণা আঁকড়ে বাঁচে। সেই পরিবারেই প্রবেশ ঘটে গুনগুনের। গুনগুন শিক্ষিত, সুন্দরী, আধুনিক। ওই পরিবারের কাছে অনেকটাই বেমানান সে।
ধারাবাহিকটির এমন নাম কেন? চিত্রনাট্যকার লীনা জানান, ‘খড়কুটো মানে লাস্ট রিসর্ট, শেষ আশ্রয়। ওই পরিবারটির কাছে বাড়িটিই একমাত্র খড়কুটো। এ রকম অনেক পরিবার আছে আমাদের চারপাশে।’
স্বাভাবিকভাবেই মুখোপাধ্যায় পরিবারে বইছে খুশির ঢেউ। বড় মা, ছোট মা, পুটু পিসি সবাইকে জানায় এই খুশির খবর। কিন্তু মিষ্টির এত শরীর খারাপ হলেও বাড়ির কেউই তা নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নয়। ক্রমাগত বমি করে চলেছেন মিষ্টি। গুনগুন বুঝে উঠতে পারে না ব্যাপারটা কী হচ্ছে!
মিষ্টির শরীর খারাপ। তাই ঘাবড়ে গিয়ে নিজের ডাক্তার বাবাকে ফোন করে ডেকে নেয় গুনগুন। তিনি এসে পরীক্ষা করে জানিয়েছেন, খুশির খবর আছে। খবরটি শুনে সৌজন্যও শুভেচ্ছা জানিয়েছে বৌদিকে।
অন্যদিকে গুনগুনের নজর এড়িয়ে চুপিচুপি সৌজন্যকে পরামর্শ দেয় রূপাঞ্জন, ‘দাদাভাই যদি এ বয়সে অঘটন ঘটাতে পারে তবে তুমিও পারবে।’
শেষমেষ সৌজন্যর ওপরেই ভার পড়ে গুনগুনকে বোঝানোর যে, মিষ্টি মা হতে চলেছে। তবে গুনগুন কাছে এলেই তবেই সে বোঝাতে পারবে। গুনগুন রেগেমেগে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাও বলে। সৌজন্য কি স্ত্রীকে বোঝাতে পারবে যে তারা কাকা কাকিমা হতে চলেছে? সেই দিকেই তাকিয়ে আছেন দর্শকরা।
ধারাবাহিক ‘খড়কুটো’ প্রচার হচ্ছে স্টার জলসায়, সোম-রবিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
ঢাকা: গত বছরের আগস্টে ধারাবাহিক ‘খড়কুটো’ শুরু হয়েছিল স্টার জলসায়। প্রচার শুরুর পর থেকেই ধারাবাহিকটি আছে সেরার তালিকায়। টিআরপিতে নিজের অবস্থান ধরে রেখেছে রেখেছে ‘খড়কুটো’।
প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা ও কৌশিক রায়। এ ধারাবাহিকে প্রথমবার জুটি হয়েছেন তাঁরা। ‘খুড়কুটো’র আগে তৃণাকে শেষ দেখা গিয়েছিল ‘কলের বউ’ ধারাবাহিকে। অন্যদিকে কৌশিক অভিনয় করেছিলেন ‘ফাগুন বউ’ এ। ধারাবাহিকটির চিত্রনাট্য লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় আছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়।
‘খড়কুটো’র গল্পের কেন্দ্রে আছে সৌজন্য ও গুনগুনের টক মিষ্টি প্রেমকাহিনি। এক মধ্যবিত্ত পরিবার। যে পরিবারটি কিছু পুরনো ধ্যানধারণা আঁকড়ে বাঁচে। সেই পরিবারেই প্রবেশ ঘটে গুনগুনের। গুনগুন শিক্ষিত, সুন্দরী, আধুনিক। ওই পরিবারের কাছে অনেকটাই বেমানান সে।
ধারাবাহিকটির এমন নাম কেন? চিত্রনাট্যকার লীনা জানান, ‘খড়কুটো মানে লাস্ট রিসর্ট, শেষ আশ্রয়। ওই পরিবারটির কাছে বাড়িটিই একমাত্র খড়কুটো। এ রকম অনেক পরিবার আছে আমাদের চারপাশে।’
স্বাভাবিকভাবেই মুখোপাধ্যায় পরিবারে বইছে খুশির ঢেউ। বড় মা, ছোট মা, পুটু পিসি সবাইকে জানায় এই খুশির খবর। কিন্তু মিষ্টির এত শরীর খারাপ হলেও বাড়ির কেউই তা নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নয়। ক্রমাগত বমি করে চলেছেন মিষ্টি। গুনগুন বুঝে উঠতে পারে না ব্যাপারটা কী হচ্ছে!
মিষ্টির শরীর খারাপ। তাই ঘাবড়ে গিয়ে নিজের ডাক্তার বাবাকে ফোন করে ডেকে নেয় গুনগুন। তিনি এসে পরীক্ষা করে জানিয়েছেন, খুশির খবর আছে। খবরটি শুনে সৌজন্যও শুভেচ্ছা জানিয়েছে বৌদিকে।
অন্যদিকে গুনগুনের নজর এড়িয়ে চুপিচুপি সৌজন্যকে পরামর্শ দেয় রূপাঞ্জন, ‘দাদাভাই যদি এ বয়সে অঘটন ঘটাতে পারে তবে তুমিও পারবে।’
শেষমেষ সৌজন্যর ওপরেই ভার পড়ে গুনগুনকে বোঝানোর যে, মিষ্টি মা হতে চলেছে। তবে গুনগুন কাছে এলেই তবেই সে বোঝাতে পারবে। গুনগুন রেগেমেগে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাও বলে। সৌজন্য কি স্ত্রীকে বোঝাতে পারবে যে তারা কাকা কাকিমা হতে চলেছে? সেই দিকেই তাকিয়ে আছেন দর্শকরা।
ধারাবাহিক ‘খড়কুটো’ প্রচার হচ্ছে স্টার জলসায়, সোম-রবিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
৬ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
৭ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে