বিনোদন ডেস্ক
স্টার জলসার নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি। গতকাল শুরু হয়েছে এর প্রচার। এই সিরিয়ালের মাধ্যমে অনেক দিন পর ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ‘সহচরী’। গল্পে সহচরী ও বরফির অসমবয়স্ক বন্ধুত্ব দেখা যাবে। বরফির চরিত্রে দেখা যাবে অরুণিমা হালদারকে।
আমাদের চারপাশে অনেক নারী আছে, যারা সংসারের চাপে পড়াশোনায় পিছিয়ে পড়ে। কিন্তু সংসারের দায়িত্ব সামলে কেউ কেউ সাহস করে ঠিকই এগিয়ে যায়। আর সে রকমই এক নারী সহচরী। গল্পের নায়িকা সহচরীর ইচ্ছা উচ্চশিক্ষিত হওয়ার। সংসারের চাপ, সবার হেয়-তাচ্ছিল্য—সবকিছুর বাইরে গিয়ে কলেজে ভর্তি হয় সে। সেখানেই আলাপ হয় বরফির সঙ্গে। কথায় বলে, ‘বন্ধুত্ব না মানে বয়স, না মানে সময়’। সহচরীর স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়ায় কলেজছাত্রী বরফি। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এমন অসমবয়সী বন্ধুত্বের গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কনীনিকা বললেন, ‘বাস্তবেই আমার প্রায় সব বন্ধুর থেকে আমার বয়সের পার্থক্য ২০-২৫ বছরের। খুব কম বন্ধু আছে, যারা আমার বয়সী। তাই নিজেকে বরফির জায়গায় রেখে বলতে পারি, বাস্তবেও সত্যিই এমন বন্ধুত্ব হয়। এখানে দুটি মেয়ের বন্ধুত্ব দেখানো হচ্ছে। আমার মনে হয়, একজন মেয়েই কেবল আরেকজন মেয়েকে সম্পূর্ণভাবে বুঝতে পারে।’
গল্পে কি সহচরীর স্বপ্নপূরণ হবে? সেই উত্তর দেবে সময়। তবে কনীনিকার কি কোনো অপূর্ণ স্বপ্ন আছে? উত্তরে বলেন, ‘আমার না, কিন্তু আমার মায়ের আছে। ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। কিন্তু ছোট থেকে আমি বলতাম, আমি মাধুরী দীক্ষিত হব। বাবা পাশে ছিলেন সব সময়। বাবার উৎসাহে থিয়েটারে যোগ দেওয়া, অভিনয় শেখা। এখন আমার নিজের অভিনয় শেখানোর স্কুল আছে। এখন চাই সেখানকার ছাত্রছাত্রীরা ভালো অভিনয় করুক। ইন্ডাস্ট্রিকে কিছু ভালো শিল্পী যেন দিয়ে যেতে পারি। এটাই এখন স্বপ্ন।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি। গতকাল শুরু হয়েছে এর প্রচার। এই সিরিয়ালের মাধ্যমে অনেক দিন পর ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ‘সহচরী’। গল্পে সহচরী ও বরফির অসমবয়স্ক বন্ধুত্ব দেখা যাবে। বরফির চরিত্রে দেখা যাবে অরুণিমা হালদারকে।
আমাদের চারপাশে অনেক নারী আছে, যারা সংসারের চাপে পড়াশোনায় পিছিয়ে পড়ে। কিন্তু সংসারের দায়িত্ব সামলে কেউ কেউ সাহস করে ঠিকই এগিয়ে যায়। আর সে রকমই এক নারী সহচরী। গল্পের নায়িকা সহচরীর ইচ্ছা উচ্চশিক্ষিত হওয়ার। সংসারের চাপ, সবার হেয়-তাচ্ছিল্য—সবকিছুর বাইরে গিয়ে কলেজে ভর্তি হয় সে। সেখানেই আলাপ হয় বরফির সঙ্গে। কথায় বলে, ‘বন্ধুত্ব না মানে বয়স, না মানে সময়’। সহচরীর স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়ায় কলেজছাত্রী বরফি। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এমন অসমবয়সী বন্ধুত্বের গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কনীনিকা বললেন, ‘বাস্তবেই আমার প্রায় সব বন্ধুর থেকে আমার বয়সের পার্থক্য ২০-২৫ বছরের। খুব কম বন্ধু আছে, যারা আমার বয়সী। তাই নিজেকে বরফির জায়গায় রেখে বলতে পারি, বাস্তবেও সত্যিই এমন বন্ধুত্ব হয়। এখানে দুটি মেয়ের বন্ধুত্ব দেখানো হচ্ছে। আমার মনে হয়, একজন মেয়েই কেবল আরেকজন মেয়েকে সম্পূর্ণভাবে বুঝতে পারে।’
গল্পে কি সহচরীর স্বপ্নপূরণ হবে? সেই উত্তর দেবে সময়। তবে কনীনিকার কি কোনো অপূর্ণ স্বপ্ন আছে? উত্তরে বলেন, ‘আমার না, কিন্তু আমার মায়ের আছে। ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। কিন্তু ছোট থেকে আমি বলতাম, আমি মাধুরী দীক্ষিত হব। বাবা পাশে ছিলেন সব সময়। বাবার উৎসাহে থিয়েটারে যোগ দেওয়া, অভিনয় শেখা। এখন আমার নিজের অভিনয় শেখানোর স্কুল আছে। এখন চাই সেখানকার ছাত্রছাত্রীরা ভালো অভিনয় করুক। ইন্ডাস্ট্রিকে কিছু ভালো শিল্পী যেন দিয়ে যেতে পারি। এটাই এখন স্বপ্ন।’
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
১৮ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
১৯ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
১ দিন আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
১ দিন আগে