‘আব্বু-আম্মু আমি আন্দোলনে গেলাম’ বলে সপ্তম শ্রেণি ছাত্রীর চিরকুট
প্রিয়, ‘আব্বু-আম্মু, আপু তোমাদের অনেক বলেছি। তোমরা অনুমতি দাওনি। আমি একাই যাবো। মুর্দা নইলে জিন্দা ফিরবো। মাফ করে দিও। ভালো থেকো।’ এভাবে চিরকুট লিখে কাউকে না বলে সপ্তম শ্রেণির এক ছাত্রী আন্দোলনে শরিক হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার চট্টগ্রামে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ওই ছাত্রীর পরিবা