রংপুরে ৫৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনে দুধ পাচ্ছে না
ক্লাসের শেষ বেঞ্চের ওপর রাখা বইয়ে মাথা হেলান দিয়ে দুহাতে চেপে বসে আছে জান্নাতুল ফেরদৌস (১১)। পিঠে হাত দিতেই মাথা তুলে তাকায় সে। চোখেমুখে ক্লান্তির ছাপ। চোখ স্থির করে বলে, ‘টাকা নাই, টিফিনে খাই নাই। স্কুলে দুধ দেয়, টিফিনে তা-ই খাই। কিন্তু পাঁচ দিন ধরে স্যারেরা দুধ দেয় না। খিদাতে মাথা ঘুরায়, বইয়ে হেলা