রেলগাড়িতে চেপে স্কুল, এরপর মহাকাশযাত্রা
‘কলকাকলি স্টেশনে’ চারটি বগি নিয়ে দাঁড়িয়ে আছে ‘জ্ঞানের আলো এক্সপ্রেস’। গন্তব্য—‘ধাদাশ টু মহাকাশ’। ছোট ছোট শিক্ষার্থী ট্রেনের সামনে দাঁড়িয়ে, টিফিনের সময় বাড়ি যাবে। সহকারী শিক্ষক রত্না খাতুন বললেন, ‘এখন কেউ যাবে না। একটায় ট্রেন ছাড়বে, তখন যাবে।’ খিলখিলিয়ে হেসে এক শিক্ষার্থী বলল, ‘আমরা কিন্তু মহাকাশেই য