আরব সাগরে গভীর একটি নিম্নচাপ দেখা দিয়েছে, যা আজ শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া দপ্তর। এরই মধ্যে দুই দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা ও শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করেছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘আসনা’ দিয়েছে পাকিস্তান।
ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার পশ্চিম-উত্তর–পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস বলছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে পারে। এরপর উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝড় মোকাবিলার তাগিদ দিয়েছে।
নিম্নচাপের প্রভাবে ভারতের গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় দুই দিন ধরে চলছে ভারী ও টানা বর্ষণ। নদীনালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ৩১ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ৮ হাজার ৭০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাটের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি। তিনি রয়টার্সকে জানিয়েছেন, দুই দিন ধরে তাঁর এলাকায় বিদ্যুৎ নেই। সোনি বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি এবং বিদ্যুৎ না থাকায় খুব বিপদে পড়েছি। আমার আট বছর বয়সী একটি মেয়ে আছে, সে হাঁপানির রোগী এবং আমার মাকে নিয়মিত অক্সিজেন দিতে হয়।’
গুজরাটের অন্যতম শিল্পনগরী জামনগর। বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার এই শহরেই। পরিশোধনাগারটির মালিক ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। জামনগর ছাড়াও গুজরাটের ভারুচ, কুচ ও সুরাট জেলায় ভারী বর্ষণ হচ্ছে।
এদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নিতে বলেছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
আরব সাগরে গভীর একটি নিম্নচাপ দেখা দিয়েছে, যা আজ শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া দপ্তর। এরই মধ্যে দুই দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা ও শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করেছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘আসনা’ দিয়েছে পাকিস্তান।
ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার পশ্চিম-উত্তর–পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস বলছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে পারে। এরপর উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝড় মোকাবিলার তাগিদ দিয়েছে।
নিম্নচাপের প্রভাবে ভারতের গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় দুই দিন ধরে চলছে ভারী ও টানা বর্ষণ। নদীনালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ৩১ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ৮ হাজার ৭০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাটের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি। তিনি রয়টার্সকে জানিয়েছেন, দুই দিন ধরে তাঁর এলাকায় বিদ্যুৎ নেই। সোনি বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি এবং বিদ্যুৎ না থাকায় খুব বিপদে পড়েছি। আমার আট বছর বয়সী একটি মেয়ে আছে, সে হাঁপানির রোগী এবং আমার মাকে নিয়মিত অক্সিজেন দিতে হয়।’
গুজরাটের অন্যতম শিল্পনগরী জামনগর। বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার এই শহরেই। পরিশোধনাগারটির মালিক ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। জামনগর ছাড়াও গুজরাটের ভারুচ, কুচ ও সুরাট জেলায় ভারী বর্ষণ হচ্ছে।
এদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নিতে বলেছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের বার্নিহাট। এই শহরের বাসিন্দা দুই বছর বয়সী সুমাইয়া আনসারি বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগেছিল। গত মার্চে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অক্সিজেন দিতে হয়। দুই দিন তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।
৩ ঘণ্টা আগেআজ ঢাকার বাতাসে কিছুটা উন্নতি হয়েছে। গতকালের তুলনায় রাজধানী শহরের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্রকণার পরিমাণ সামান্য কম রেকর্ড করা হয়েছে। আজ সোমবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১২৯, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য...
৫ ঘণ্টা আগেঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ ২০টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘলা থাকতে পারে। এসব জেলায় সকাল সকাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৫ ঘণ্টা আগেশিক্ষা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ বছরও আয়োজন হতে যাচ্ছে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৫’। এই প্রকল্পের আওতায় সৃজনশীল বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৮ ঘণ্টা আগে