Ajker Patrika

ভারত-পাকিস্তানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৯: ০৭
ভারত-পাকিস্তানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’

আরব সাগরে গভীর একটি নিম্নচাপ দেখা দিয়েছে, যা আজ শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া দপ্তর। এরই মধ্যে দুই দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা ও শত শত পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করেছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘আসনা’ দিয়েছে পাকিস্তান। 

ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার পশ্চিম-উত্তর–পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। 

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস বলছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে পারে। এরপর উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝড় মোকাবিলার তাগিদ দিয়েছে। 

নিম্নচাপের প্রভাবে ভারতের গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় দুই দিন ধরে চলছে ভারী ও টানা বর্ষণ। নদীনালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ৩১ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ৮ হাজার ৭০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাটের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি। তিনি রয়টার্সকে জানিয়েছেন, দুই দিন ধরে তাঁর এলাকায় বিদ্যুৎ নেই। সোনি বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি এবং বিদ্যুৎ না থাকায় খুব বিপদে পড়েছি। আমার আট বছর বয়সী একটি মেয়ে আছে, সে হাঁপানির রোগী এবং আমার মাকে নিয়মিত অক্সিজেন দিতে হয়।’ 

গুজরাটের অন্যতম শিল্পনগরী জামনগর। বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার এই শহরেই। পরিশোধনাগারটির মালিক ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। জামনগর ছাড়াও গুজরাটের ভারুচ, কুচ ও সুরাট জেলায় ভারী বর্ষণ হচ্ছে। 

এদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নিতে বলেছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত