নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মব জাস্টিসের নামে অন্যায়ভাবে পদত্যাগ, অপসারণ, বরখাস্ত ও বাধ্যতামূলক ছুটিতে পাঠানো শিক্ষকদের স্বপদে বহাল এবং কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়েছে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকেরা।
আজ শনিবার শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপসারিত শিক্ষকেরা এ দাবি জানান।
আলকাছ উদ্দিন আহমেদরে সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গত ৫ আগস্টের সরকার পতনের পর বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকেরা। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আনোয়ারুল ইসলাম তালুকদার।
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকেরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরা প্রবেশ করে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করিয়েছেন। একটি পক্ষ এটিকে নিজেদের ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে নিয়েছেন।
তারা আরও বলেন, অন্যায়ভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিরপরাধ প্রায় দুই হাজার শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সেই পদবঞ্চিত শিক্ষকদের ফিরতে পর্যন্ত দেওয়া হচ্ছে না।
তারা আরও বলেন, আমরা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। প্রতিষ্ঠানের বেতনের ওপর আমাদের চলতে হয়। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা মবজাস্টিসের শিকার, তারা সরকারের কাছে ন্যায় বিচার চাই।
আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মব জাস্টিসের নামে অন্যায়ভাবে পদত্যাগ, অপসারণ, বরখাস্ত ও বাধ্যতামূলক ছুটিতে পাঠানো শিক্ষকদের স্বপদে বহাল এবং কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়েছে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকেরা।
আজ শনিবার শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপসারিত শিক্ষকেরা এ দাবি জানান।
আলকাছ উদ্দিন আহমেদরে সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গত ৫ আগস্টের সরকার পতনের পর বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকেরা। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আনোয়ারুল ইসলাম তালুকদার।
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকেরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরা প্রবেশ করে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করিয়েছেন। একটি পক্ষ এটিকে নিজেদের ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে নিয়েছেন।
তারা আরও বলেন, অন্যায়ভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিরপরাধ প্রায় দুই হাজার শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সেই পদবঞ্চিত শিক্ষকদের ফিরতে পর্যন্ত দেওয়া হচ্ছে না।
তারা আরও বলেন, আমরা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। প্রতিষ্ঠানের বেতনের ওপর আমাদের চলতে হয়। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা মবজাস্টিসের শিকার, তারা সরকারের কাছে ন্যায় বিচার চাই।
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন নড়াই খাল যেন মশার কারখানায় পরিণত হয়েছে। খালটির স্থির পানিতে সারা বছরই চোখে পড়ে মশার লার্ভা। নিকটবর্তী জিরানি খালেরও একই দশা। এতে খাল দুটি হয়ে উঠছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ বিস্তারের উৎস। মশার উৎপাতে অতিষ্ঠ এ দুটি খালসংলগ্ন বনশ্রী, আফতাবনগর ও নন্দীপাড়া
২ মিনিট আগেমৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
২৬ মিনিট আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
৩০ মিনিট আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
৩৪ মিনিট আগে