যশোরের মনিরামপুরের নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পালকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে। এ সময় শিক্ষক সন্তোষ পাল জ্ঞান হারিয়ে ফেলেন। একই সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে থাকা কয়েকজন অনুসারী বিদ্যালয়ের পাশের সুমন রায় নামে এক দোকানিকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
আজ শনিবার দুপুরে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেছেন চেয়ারম্যান আলমগীর হোসেন।
শিক্ষক সন্তোষ পাল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে অভিভাবক সদস্য নির্বাচনে প্রক্রিয়া চলছে। কয়েক দিন আগে এলাকার ২-৩ যুবক এসে আমার কাছ থেকে খসড়া ভোটার তালিকা নিয়ে গেছে। আজ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন না। দুপুর ১টার দিকে আলমগীর চেয়ারম্যান বেশ কয়েকজন অনুসারীকে নিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করেন। এ সময় আমার কাছে তিনি চূড়ান্ত ভোটার তালিকা চান। তালিকা আমার কাছে না থাকায় দিতে পারিনি। এ সময় চেয়ারম্যান আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে তিনি আমাকে চেয়ার ছুড়ে ও হাতুড়ি দিয়ে মারতে উদ্ধত হন।’
সন্তোষ পাল বলেন, ‘আমি উচ্চ রক্তচাপের রোগী। চেয়ারম্যানের আচরণে প্রেশার বেড়ে যাওয়ায় স্কুলে জ্ঞান হারিয়ে ফেলি। পরে লোকজন আমাকে ধরে বাড়িতে দিয়ে যান।’
এদিকে মারপিটের শিকার সুমন রায় বলেন, ‘চেয়ারম্যান লোকজন নিয়ে স্কুলে হট্টগোল করায় সময় আমি মোবাইল ফোনে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম। দূর থেকে চেয়ারম্যানের লোকজন দেখে ভেবেছেন আমি হয়তো পুলিশে খবর দিচ্ছি। তখন তাঁরা ৩-৪ জন এসে মোবাইল চাইলে আমি দেইনি। এ জন্য চেয়ারম্যানের লোকজন আমাকে খুব মেরেছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে দুটি পক্ষ প্যানেল দিয়ে ভোট করতে চাচ্ছে। চেয়ারম্যান আলমগীর একটি পক্ষকে সমর্থন দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘আমি নিজে স্কুলের ভোটে কোনো প্রার্থী হচ্ছি না। আমার সমর্থনে একটি পক্ষ আছে। আজ ভোটের চূড়ান্ত ভোটার তালিকা আনতে গিয়েছিলাম। সহকারী প্রধান শিক্ষককে কোনো লাঞ্ছিত করা হয়নি।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘ওসি স্যারের নির্দেশে আমি নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। চেয়ারম্যান কোনো শিক্ষককে লাঞ্ছিত করেছেন এমন খবর জানতে পারিনি। তবে চেয়ারম্যান স্কুলে ঢুকে উচ্চ বাচ্চ্য করেছেন এমনটি জানতে পেরেছি। শুনেছি, সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পাল তখন অসুস্থ হয়ে পড়েছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘এই বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
যশোরের মনিরামপুরের নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পালকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে। এ সময় শিক্ষক সন্তোষ পাল জ্ঞান হারিয়ে ফেলেন। একই সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে থাকা কয়েকজন অনুসারী বিদ্যালয়ের পাশের সুমন রায় নামে এক দোকানিকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
আজ শনিবার দুপুরে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেছেন চেয়ারম্যান আলমগীর হোসেন।
শিক্ষক সন্তোষ পাল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে অভিভাবক সদস্য নির্বাচনে প্রক্রিয়া চলছে। কয়েক দিন আগে এলাকার ২-৩ যুবক এসে আমার কাছ থেকে খসড়া ভোটার তালিকা নিয়ে গেছে। আজ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন না। দুপুর ১টার দিকে আলমগীর চেয়ারম্যান বেশ কয়েকজন অনুসারীকে নিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করেন। এ সময় আমার কাছে তিনি চূড়ান্ত ভোটার তালিকা চান। তালিকা আমার কাছে না থাকায় দিতে পারিনি। এ সময় চেয়ারম্যান আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে তিনি আমাকে চেয়ার ছুড়ে ও হাতুড়ি দিয়ে মারতে উদ্ধত হন।’
সন্তোষ পাল বলেন, ‘আমি উচ্চ রক্তচাপের রোগী। চেয়ারম্যানের আচরণে প্রেশার বেড়ে যাওয়ায় স্কুলে জ্ঞান হারিয়ে ফেলি। পরে লোকজন আমাকে ধরে বাড়িতে দিয়ে যান।’
এদিকে মারপিটের শিকার সুমন রায় বলেন, ‘চেয়ারম্যান লোকজন নিয়ে স্কুলে হট্টগোল করায় সময় আমি মোবাইল ফোনে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম। দূর থেকে চেয়ারম্যানের লোকজন দেখে ভেবেছেন আমি হয়তো পুলিশে খবর দিচ্ছি। তখন তাঁরা ৩-৪ জন এসে মোবাইল চাইলে আমি দেইনি। এ জন্য চেয়ারম্যানের লোকজন আমাকে খুব মেরেছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে দুটি পক্ষ প্যানেল দিয়ে ভোট করতে চাচ্ছে। চেয়ারম্যান আলমগীর একটি পক্ষকে সমর্থন দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘আমি নিজে স্কুলের ভোটে কোনো প্রার্থী হচ্ছি না। আমার সমর্থনে একটি পক্ষ আছে। আজ ভোটের চূড়ান্ত ভোটার তালিকা আনতে গিয়েছিলাম। সহকারী প্রধান শিক্ষককে কোনো লাঞ্ছিত করা হয়নি।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘ওসি স্যারের নির্দেশে আমি নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। চেয়ারম্যান কোনো শিক্ষককে লাঞ্ছিত করেছেন এমন খবর জানতে পারিনি। তবে চেয়ারম্যান স্কুলে ঢুকে উচ্চ বাচ্চ্য করেছেন এমনটি জানতে পেরেছি। শুনেছি, সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পাল তখন অসুস্থ হয়ে পড়েছেন।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘এই বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫