সুইডেনের ‘ফ্রি স্কুল’ মডেলকে ব্যর্থ ঘোষণা করলেন মন্ত্রী
সুইডেনে শিক্ষকদের সবচেয়ে বড় ইউনিয়ন সভেরিগেজ লারারের প্রকাশিত গত জুন মাসের এক প্রতিবেদনে এই মডেলের নেতিবাচক কিছু দিক তুলে ধরা হয়। মডেলটির অধীনে বিদ্যালয়গুলোকে বাজার হিসেবে আখ্যায়িত করা হয়, যেখানে শিক্ষার্থীদের মনে করা হয় সেই বাজারের ক্রেতা। তারা এই মডেল বন্ধ করার দাবি জানিয়ে বলেছে, বিদ্যালয়ের কার্যক্