শাহ বিলিয়া জুলফিকার
১. প্যারিস অপেরা ব্যালে স্কুল, ফ্রান্স
নাচের স্কুলের তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্সের প্যারিস অপেরা ব্যালে স্কুল। এখন এই স্কুলে শিশুরা ভর্তি হতে পারলেও শুরুতে ভর্তি নেওয়া হতো না। রাজা লুই চতুর্দশ ১৭১৩ সালে প্রাপ্তবয়স্কদের জন্য স্কুলটি প্রতিষ্ঠা করেন। কিন্তু বছর কয়েক পরেই শিশুদের ভর্তি নিতে শুরু করে স্কুলটি। তিন শতাব্দী ধরে এটি বিশ্বের অন্যতম সেরা নাচের স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে স্কুলটিতে পড়তে মোট ব্যয় হয় বাংলাদেশি ১,৬৮,১৭৪ টাকা।
২. ভ্যাগানোভা স্কুল, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
বিশ্বজুড়ে নাচের স্কুলের জন্য বিখ্যাত রাশিয়া। ভ্যাগানোভা স্কুলটি এর উৎকৃষ্ট উদাহরণ। বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা নাচের স্কুল
এটি। ১৭৩৮ সালে এটি ‘ইম্পেরিয়াল থিয়েট্রিক্যাল স্কুল’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন ১২ জন ছেলে এবং ১২ জন মেয়ে শিক্ষার্থী ছিল। ১৯৫৭ সালে এর নামকরণ করা হয় অ্যাগ্রিপিনা ভ্যাগানোভার নামে। এই স্কুলে শিক্ষার্থীদের এক মাসের টিউশন ফি ২,৭৪,৩৮৪ টাকা।
৩. রয়্যাল ব্যালে স্কুল, লন্ডন, ইংল্যান্ড
রয়্যাল ব্যালে স্কুল বিশ্বের শীর্ষ তিনটি নাচের স্কুলের মধ্যে একটি। ‘একাডেমি অব কোরিওগ্রাফিক আর্ট’ নামে পরিচিত এই স্কুল শুরুতে ডেম নিনেট ডি ভ্যালোইস নামক একজন ব্যালে ডান্সারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পরে লিলিয়ান বেলিস তাঁর অংশীদার হন, তিনি স্যাডলারস ওয়েলস থিয়েটার কিনে নেন এবং স্কুলটি ভিক-ওয়েলস ব্যালে কোম্পানি নামে পরিচিত হয়। অবশেষে এটি রয়্যাল অপেরা হাউসে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমান নাম পরিবর্তন করা হয়। এখানে আবাসিক শিক্ষার্থীদের পড়তে ব্যয় হয় ১৪,১৮,১১৭ থেকে ১৬,২৯,৮১৪ টাকা।
৪. সুনহওয়া আর্টস হাইস্কুল, সিউল, দক্ষিণ কোরিয়া
সুনহওয়া আর্টস হাইস্কুল দ্রুতমানের ব্যালেতারকা তৈরির জন্য খ্যাতি অর্জন করেছে। এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কোরিয়া ইউনিভার্সাল ব্যালেতে যাওয়া অনেক স্নাতকের অনন্য স্ট্রেচিং সিস্টেমের সঙ্গে যুক্ত রাশিয়ান নাচের কৌশল ব্যবহার করে। ফলে প্রতিনিয়ত ভালো করার মধ্যে পৃথিবীর অন্যতম নাচের স্কুল হিসেবে পরিচিতি লাভ করছে। এই স্কুলের প্রি-কিন্ডারগার্টেনে ভর্তি হতে মোট ব্যয় হয় ১৫,৪৩,০৪৫ টাকা।
১. প্যারিস অপেরা ব্যালে স্কুল, ফ্রান্স
নাচের স্কুলের তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্সের প্যারিস অপেরা ব্যালে স্কুল। এখন এই স্কুলে শিশুরা ভর্তি হতে পারলেও শুরুতে ভর্তি নেওয়া হতো না। রাজা লুই চতুর্দশ ১৭১৩ সালে প্রাপ্তবয়স্কদের জন্য স্কুলটি প্রতিষ্ঠা করেন। কিন্তু বছর কয়েক পরেই শিশুদের ভর্তি নিতে শুরু করে স্কুলটি। তিন শতাব্দী ধরে এটি বিশ্বের অন্যতম সেরা নাচের স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে স্কুলটিতে পড়তে মোট ব্যয় হয় বাংলাদেশি ১,৬৮,১৭৪ টাকা।
২. ভ্যাগানোভা স্কুল, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
বিশ্বজুড়ে নাচের স্কুলের জন্য বিখ্যাত রাশিয়া। ভ্যাগানোভা স্কুলটি এর উৎকৃষ্ট উদাহরণ। বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা নাচের স্কুল
এটি। ১৭৩৮ সালে এটি ‘ইম্পেরিয়াল থিয়েট্রিক্যাল স্কুল’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন ১২ জন ছেলে এবং ১২ জন মেয়ে শিক্ষার্থী ছিল। ১৯৫৭ সালে এর নামকরণ করা হয় অ্যাগ্রিপিনা ভ্যাগানোভার নামে। এই স্কুলে শিক্ষার্থীদের এক মাসের টিউশন ফি ২,৭৪,৩৮৪ টাকা।
৩. রয়্যাল ব্যালে স্কুল, লন্ডন, ইংল্যান্ড
রয়্যাল ব্যালে স্কুল বিশ্বের শীর্ষ তিনটি নাচের স্কুলের মধ্যে একটি। ‘একাডেমি অব কোরিওগ্রাফিক আর্ট’ নামে পরিচিত এই স্কুল শুরুতে ডেম নিনেট ডি ভ্যালোইস নামক একজন ব্যালে ডান্সারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পরে লিলিয়ান বেলিস তাঁর অংশীদার হন, তিনি স্যাডলারস ওয়েলস থিয়েটার কিনে নেন এবং স্কুলটি ভিক-ওয়েলস ব্যালে কোম্পানি নামে পরিচিত হয়। অবশেষে এটি রয়্যাল অপেরা হাউসে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমান নাম পরিবর্তন করা হয়। এখানে আবাসিক শিক্ষার্থীদের পড়তে ব্যয় হয় ১৪,১৮,১১৭ থেকে ১৬,২৯,৮১৪ টাকা।
৪. সুনহওয়া আর্টস হাইস্কুল, সিউল, দক্ষিণ কোরিয়া
সুনহওয়া আর্টস হাইস্কুল দ্রুতমানের ব্যালেতারকা তৈরির জন্য খ্যাতি অর্জন করেছে। এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কোরিয়া ইউনিভার্সাল ব্যালেতে যাওয়া অনেক স্নাতকের অনন্য স্ট্রেচিং সিস্টেমের সঙ্গে যুক্ত রাশিয়ান নাচের কৌশল ব্যবহার করে। ফলে প্রতিনিয়ত ভালো করার মধ্যে পৃথিবীর অন্যতম নাচের স্কুল হিসেবে পরিচিতি লাভ করছে। এই স্কুলের প্রি-কিন্ডারগার্টেনে ভর্তি হতে মোট ব্যয় হয় ১৫,৪৩,০৪৫ টাকা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক
৭ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই ভয়াবহ বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেবর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে দক্ষতা এবং প্রাসঙ্গিক শিক্ষার সমন্বয়ের তাগিদ দিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
১৫ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে নবীন শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান শুরু হবে।
১৭ ঘণ্টা আগে