Ajker Patrika

বিশ্বসেরা চার নাচের স্কুল

শাহ বিলিয়া জুলফিকার
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৪৬
বিশ্বসেরা চার নাচের স্কুল

পড়াশোনা ছাড়াও শিক্ষার্থীদের গান, কবিতা ও নাচ শেখার প্রতি আগ্রহ থাকে। অনেকে এসব বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে স্কুলের দ্বারস্থ হয়। নৃত্যপ্রেমী শিক্ষার্থীদের জন্য বিশ্বসেরা চার নাচের স্কুল নিয়ে থাকছে আজকের আয়োজন। লিখেছেন শাহ বিলিয়া জুলফিকার

১. প্যারিস অপেরা ব্যালে স্কুল, ফ্রান্স
নাচের স্কুলের তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্সের প্যারিস অপেরা ব্যালে স্কুল। এখন এই স্কুলে শিশুরা ভর্তি হতে পারলেও শুরুতে ভর্তি নেওয়া হতো না। রাজা লুই চতুর্দশ ১৭১৩ সালে প্রাপ্তবয়স্কদের জন্য স্কুলটি প্রতিষ্ঠা করেন। কিন্তু বছর কয়েক পরেই শিশুদের ভর্তি নিতে শুরু করে স্কুলটি। তিন শতাব্দী ধরে এটি বিশ্বের অন্যতম সেরা নাচের স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে স্কুলটিতে পড়তে মোট ব্যয় হয় বাংলাদেশি ১,৬৮,১৭৪ টাকা।

২. ভ্যাগানোভা স্কুল, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
বিশ্বজুড়ে নাচের স্কুলের জন্য বিখ্যাত রাশিয়া। ভ্যাগানোভা স্কুলটি এর উৎকৃষ্ট উদাহরণ। বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা নাচের স্কুল 
এটি। ১৭৩৮ সালে এটি ‘ইম্পেরিয়াল থিয়েট্রিক্যাল স্কুল’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন ১২ জন ছেলে এবং ১২ জন মেয়ে শিক্ষার্থী ছিল। ১৯৫৭ সালে এর নামকরণ করা হয় অ্যাগ্রিপিনা ভ্যাগানোভার নামে। এই স্কুলে শিক্ষার্থীদের এক মাসের টিউশন ফি ২,৭৪,৩৮৪ টাকা। 

ভ্যাগানোভা স্কুল, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া৩. রয়্যাল ব্যালে স্কুল, লন্ডন, ইংল্যান্ড
রয়্যাল ব্যালে স্কুল বিশ্বের শীর্ষ তিনটি নাচের স্কুলের মধ্যে একটি। ‘একাডেমি অব কোরিওগ্রাফিক আর্ট’ নামে পরিচিত এই স্কুল শুরুতে ডেম নিনেট ডি ভ্যালোইস নামক একজন ব্যালে ডান্সারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পরে লিলিয়ান বেলিস তাঁর অংশীদার হন, তিনি স্যাডলারস ওয়েলস থিয়েটার কিনে নেন এবং স্কুলটি ভিক-ওয়েলস ব্যালে কোম্পানি নামে পরিচিত হয়। অবশেষে এটি রয়্যাল অপেরা হাউসে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমান নাম পরিবর্তন করা হয়। এখানে আবাসিক শিক্ষার্থীদের পড়তে ব্যয় হয় ১৪,১৮,১১৭ থেকে ১৬,২৯,৮১৪ টাকা।

রয়্যাল ব্যালে স্কুল, লন্ডন, ইংল্যান্ড৪. সুনহওয়া আর্টস হাইস্কুল, সিউল, দক্ষিণ কোরিয়া
সুনহওয়া আর্টস হাইস্কুল দ্রুতমানের ব্যালেতারকা তৈরির জন্য খ্যাতি অর্জন করেছে। এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কোরিয়া ইউনিভার্সাল ব্যালেতে যাওয়া অনেক স্নাতকের অনন্য স্ট্রেচিং সিস্টেমের সঙ্গে যুক্ত রাশিয়ান নাচের কৌশল ব্যবহার করে। ফলে প্রতিনিয়ত ভালো করার মধ্যে পৃথিবীর অন্যতম নাচের স্কুল হিসেবে পরিচিতি লাভ করছে। এই স্কুলের প্রি-কিন্ডারগার্টেনে ভর্তি হতে মোট ব্যয় হয় ১৫,৪৩,০৪৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত