Ajker Patrika

আফগানিস্তানে মাদরাসায় পড়ার সুযোগ পাচ্ছে সব বয়সী মেয়েরা

অনলাইন ডেস্ক
Thumbnail image

দুই বছর আগে পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সশস্ত্র গোষ্ঠী তালেবান। ক্ষমতায় এসেই গোষ্ঠীটি মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করে দেয়। এরপর বন্ধ করে দেওয়া হয় মেয়েদে স্কুলে যাওয়াও। নিষেধাজ্ঞা আসে পার্কে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও। 

তবে ধর্মীয় শিক্ষালয় মাদরাসায় সব বয়সী মেয়েদের পড়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত রোজা ওতুনবায়েভা। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাংবাদিকদের বলেছেন, মেয়েরা যে মাদরাসায় পড়তে পারছেন ‘সেটির অনেক অনেক প্রমাণ’ পাওয়া যাচ্ছে। 

এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন, মাদরাসায় আসলে কি পড়ানো হয়, কোন কারিকুলামে সেখানে পড়ানো হয় সে বিষয়টি নিশ্চিত নয়। এ ছাড়া স্কুলে কত মেয়ে পড়ছে সেটিরও স্পষ্ট তথ্য নেই। 

তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আহমেদ বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, সরকারি মাদরাসায় মেয়েদের বয়সের ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। যেটি প্রয়োজন সেটি হলো—নির্দিষ্ট ক্লাসে পড়ার জন্য নির্দিষ্ট বয়স। 

মানসুর আহমেদ আরও বলেন, ‘যদি ক্লাসের সঙ্গে বয়স না মিলে এবং বয়স অনেক বেশি হয়, তখন তাঁকে পড়ার সুযোগ দেওয়া হয় না। স্কুলে যেমন নিয়ম আছে, মাদরাসায় সেই একই নিয়ম আছে। জুনিয়র ক্লাসে বেশি বয়সী মেয়েদের পড়তে দেওয়া হয় না। কিন্তু বেসরকারি মাদরাসায় বয়সের ক্ষেত্রে সীমা নেই। সেখানে প্রাপ্ত বয়স্কসহ সব বয়সীরাই পড়তে পারে।’ 

আফগানিস্তানে প্রায় ২০ হাজার মাদরাসা রয়েছে। যার মধ্যে ১৩ হাজারটি সরকারি। বেসরকারি মাদরাসাগুলো মসজিদ ও বাসা-বাড়ির বাইরে। 

আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী নিদা মোহাম্মদ নাদিম গত বছরের ডিসেম্বরে বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে অবাধ মেলামেশা ঠেকাতে মেয়েদের উচ্চশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ জরুরি ছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের নীতির বিরুদ্ধে যায় এমন বিষয় ছিল। যে কারণে সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত