Ajker Patrika

মমতার সঙ্গে ভারতে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

কলকাতা প্রতিনিধি  
পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার স্থানীয় সময় ৬ টার দিকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

দীর্ঘ নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেলেন। নবান্ন সূত্র জানা গেছে, এর আগে দুই বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান সাক্ষাৎ চাইলেও তা সম্ভব হয়নি। সেই প্রেক্ষিতে এই বৈঠককে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখন পর্যন্ত এই সাক্ষাতের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে কূটনৈতিক সূত্রে জানা যায়, রবীন্দ্র কাছারিবাড়ি ইস্যুর পাশাপাশি সীমান্ত সমস্যা, বিএসএফ ও বিজিবির ভূমিকা, ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিকদের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া, তিস্তা পানিবণ্টন ইস্যু, সীমান্ত বাণিজ্য এবং স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত দ্বিপক্ষীয় সমস্যা নিয়েও আলোচনা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত