একটি সমাজের সভ্যতার সূচক ন্যায়বিচার: বিচারপতি শাহিনুর ইসলাম
আপিল বিভাগের বিচারপতি মো. শাহিনুর ইসলাম বলেছেন, একটি সমাজ কতটুকু সভ্য, তার সূচক হলো সেই সমাজে ন্যায়বিচার কতটুকু প্রতিষ্ঠিত। আইনের শাসনের ধারণাটি ন্যায়বিচারের সমার্থক। সমাজ ও রাষ্ট্রের গুণগত মান উন্নয়নে বিচার বিভাগের রয়েছে অপরিহার্য ভূমিকা। বেঞ্চ ও বারের যৌথ-কার্যকর প্রজ্ঞায় এটি প্রতিষ্ঠিত করতে হবে য