কলকাতা সংবাদদাতা
দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক কথায় ভারতের শীর্ষ আদালতে আবেদন করেও মিলল না স্বস্তি।
ভারতের আসন্ন ১৮তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। এদিন প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। আর সে সময় জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
আজ সোমবার মামলার শুনানির পরে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেননি শীর্ষ আদালত।
শুনানির সময় আপাতত ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট।
২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। ফলে এই দুই দিনই জেলে বন্দী থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুনানির আগে অবশ্য এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজেদের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি কেলেঙ্কারির মামলায় আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।
গ্রেপ্তার হওয়ার পরে তাঁকে ইডি হেফাজতে রাখা হলেও পরবর্তী সময়ে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়।
গ্রেপ্তারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই। আজ সোমবার এই মামলার শুনানির সময় তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনী প্রচার থেকে তাঁকে আটকে রাখার জন্যই গ্রেপ্তার করেছে ইডি।
তবে জামিনের আবেদন মামলা নিয়ে এদিন কোনো রায় দেননি শীর্ষ আদালত। ইডির জবাবের পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে।
দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক কথায় ভারতের শীর্ষ আদালতে আবেদন করেও মিলল না স্বস্তি।
ভারতের আসন্ন ১৮তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। এদিন প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। আর সে সময় জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
আজ সোমবার মামলার শুনানির পরে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেননি শীর্ষ আদালত।
শুনানির সময় আপাতত ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট।
২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। ফলে এই দুই দিনই জেলে বন্দী থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুনানির আগে অবশ্য এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজেদের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি কেলেঙ্কারির মামলায় আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।
গ্রেপ্তার হওয়ার পরে তাঁকে ইডি হেফাজতে রাখা হলেও পরবর্তী সময়ে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়।
গ্রেপ্তারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই। আজ সোমবার এই মামলার শুনানির সময় তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনী প্রচার থেকে তাঁকে আটকে রাখার জন্যই গ্রেপ্তার করেছে ইডি।
তবে জামিনের আবেদন মামলা নিয়ে এদিন কোনো রায় দেননি শীর্ষ আদালত। ইডির জবাবের পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে।
বাংলাভাষীদের নাগরিকত্ব নিয়ে ফের বিতর্কের মুখে ভারত। হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে অন্তত ৫২ বাঙালি শ্রমিককে তথাকথিত ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে স্থানীয় একটি কমিউনিটি হলে অস্থায়ী বন্দীশিবিরে রাখা হয়েছে। অথচ তাদের মধ্যে বেশির ভাগই ভারতের বৈধ নাগরিক। তাদের কাছে থাকা নথি অনুসারে, তারা পশ্চিমবঙ্গ ও আসামের বাস
১১ মিনিট আগেগাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাতে যাচ্ছে ব্রাজিল। গতকাল বুধবার, এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা মামলায় হস্তক্ষেপের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, যাতে ইসরায়েলকে জবাবদিহির আওতায়...
১ ঘণ্টা আগেওমান উপসাগরে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে আসায় মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের মুখোমুখি অবস্থান নিয়েছিল ইরানি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এ সময় মার্কিন যুদ্ধজাহাজটিকে পথ পরিবর্তনের হুমকি দেয় ইরান। তবে যুক্তরাষ্ট্র বলেছে, এই ঘটনা ছিল পুরোপুরি ‘পেশাদার’ এবং এর কোনো প্রভাব তাদের সামরিক...
২ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ২১ মাসের বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে দখলদার দেশটির আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। এই হত্যাযজ্ঞের মধ্যে আরও আশঙ্কার বিষয় হলো, অঞ্চলটিতে কোনো ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল।
২ ঘণ্টা আগে