Ajker Patrika

তাপপ্রবাহে গাউন পরতে হবে না আইনজীবীদের: সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৬: ১২
তাপপ্রবাহে গাউন পরতে হবে না আইনজীবীদের: সুপ্রিম কোর্ট

তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

আজ শনিবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করেন। তাতে এই সিদ্ধান্ত হয় যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। যা আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত  বলবৎ থাকবে। 

এর আগে তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা স্থগিত করেছিলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে ৪ এপ্রিল ওই সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত