শংকর মঠ ও মিশনের শতবর্ষে উৎসব
নানা আয়োজনে সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের শতবর্ষ উদ্যাপন উৎসব আজ (মঙ্গলবার) শুরু হচ্ছে। আট দিনব্যাপী এ উৎসবে রয়েছে বিশ্বনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন, বিশ্বনাথ শিব প্রতিষ্ঠা ও রুদ্রাভিষেক, স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫০তম