Ajker Patrika

সীতাকুণ্ডে প্রতিনিয়ত দুর্ঘটনা ট্রমা সেন্টার নেই

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ২৫
সীতাকুণ্ডে প্রতিনিয়ত দুর্ঘটনা ট্রমা সেন্টার নেই

সীতাকুণ্ডের সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কিন্তু তাৎক্ষণিক জরুরি চিকিৎসার ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার শিকার অনেকেই প্রাণ হারান। তাই অনেকেই এলাকায় ট্রমা সেন্টার স্থাপনের দাবি জানিয়েছেন।

বারো আউলিয়া হাইওয়ে পুলিশের তথ্য অনুসারে, সীতাকুণ্ড উপজেলার প্রতিদিন গড়ে একটি করে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। গত ১০ মাসে ১৮৫টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ২৬০ জন আহত হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত রোগীদের তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে আহত রোগীদের চিকিৎসায় বিশেষায়িত ট্রমা সেন্টার না থাকায় তারা চিকিৎসা বঞ্চিত হন। হাসপাতালের চিকিৎসকের আন্তরিকতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আহত রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আহত রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে।

বারো আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার চালু করা জরুরি বলেও মনে করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে ট্রমা সেন্টার জরুরি। হাসপাতালে ট্রমা সেন্টার চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত